#ইসলামাবাদ: মুম্বই সন্ত্রাস হামলায় অভিযুক্ত এবং টেরর ফান্ডিং (Terror Funding)বা জঙ্গি হামলার জন্য অর্থ মজুতে অভিযুক্ত হাফিজ সইদ ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হল৷ পাকিস্তানের অ্যান্টি টেররিজম কোর্ট জামায়াত-উদ-দাওয়ার প্রধান সইদকে এই সাজা ঘোষণা করেছে। এর আগে সন্ত্রাস তহবিলের মামলায় সইদের ঘনিষ্ঠ সহযোগী ও জামায়াত-উদ-দাওয়ার মুখপাত্র ইয়াহিয়া মুজাহিদকে ৩২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মুজাহিদসহ সন্ত্রাসী সংগঠনের আরও দু'জন নেতাকে অপরাধী ঘোষণা করা হয়েছিল৷
গত বছরের ফেব্রুয়ারিতে, সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে আর্থিক সহায়তা দেওয়ার জন্য ১১ বছরের কারাদণ্ডের ঘোষণা করে লাহোরের অ্যান্টি টেরোরিজম কোর্ট। ২৬-১১ সালে মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার মাস্টারমাইন্ড ছিল হাফিস সইদ। এই জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন ১৬৬ জন এবং শতাধিক মানুষ আহত হয়েছিলেন। রাষ্ট্রসংঙ্ঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে সইদকে 'গ্লোবাল টেররিস্ট' হিসাবে ঘোষণা করেছে।
পাক সংবাদমাধ্যম সূত্রের খবর, আদালতের এক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার লাহোর সন্ত্রাসবিরোধী আদালত জামায়াতে উদ-দাওয়া প্রধান হাফিজ সাইদসহ জঙ্গি সংগঠনের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে সাজা ঘোষণা করেন। সংগঠনের নেতাদের বিরুদ্ধে মোট ৪১ টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে ২৪ টি মামলায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাকি মামলার শুনানি এখনও হয়নি। সইদের বিরুদ্ধে চারটি মামলায় রায় এসেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hafiz saeed