#ভেনিস: আকাশে তখন চড়া রোদ ৷ জেটি জুড়ে ব্যস্ততা ৷ হঠাৎই তাল কেটে ভোঁ শব্দ করে জেটির দিকে এগিয়ে এল বিশাল আকারের জাহাজ ৷ চমকে গেলেন জেটির আশেপাশে ছড়িয়ে থাকা মানুষজন ৷ কিছু বোঝার আগেই বিশাল আকারের জাহাজটি জেটিতে এসে মারল স্বজোরে ধাক্কা ৷ কেঁপে উঠল জেটি ৷ ভেঙে চুরমার ভেনিসের ছোট্ট নৌকা ! চিল-চিৎকার চারিদিকে ৷ প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু ৷
গত কয়েকদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইটালির এই ভিডিওটি ৷ জানা গিয়েছে, এই ঘটনায় আহত হয়েছেন চার জন ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ছোট্ট নৌকাও৷ যা পর্যটকদের ভেনিস ঘোরাতে কাজে আসে ৷
দেখুন সেই ভিডিও---
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।