#IranvsUS: ইরানের মিসাইলের আঘাতেই ভেঙে পড়ে ইউক্রেনের প্লেন? কানাডার কাছে তথ্য চাইল তেহরান

Last Updated:

উপসাগরে যুদ্ধের আবহ তারমধ্যেই অভিযোগ নিয়ে মুখ খুলল ইরান , জানাল বিশ্ববিখ্যাত মার্কিন বিমান প্রস্তুতকারী সংস্থা বোয়িং ৭৩৭ কে দিয়েও বিষয়টির তদন্ত করাতে রাজি তারা

#তেহরান : যেদিন ইরাকে অবস্থিত মার্কিন সেনা ক্যাম্পে মিসাইল হানা চালিয়েছিল ইরান সে সময়ের পরপরেই ইরানের সীমান্তে ভেঙে পড়ে ইউক্রেনিয়ান বিমান ৷ দুর্ঘটনা নয়, বিমানে হামলা!তেহরানে বিমান দুর্ঘটনায় দু'দিনের মধ্যে এমনই চাঞ্চল্যকর তথ্য নিয়ে উত্তাল গোটা বিশ্ব ৷
ইউক্রেনের বিমানে হামলা চালায় ইরান ৷ এমনটাই দাবি করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ আর এরপরেই তেহরান এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য কানাডাকে অনুরোধ করেছে তেহরান ৷বুধবার তেহরানে বিমান ভেঙে মৃত ক্রু সহ  ১৮০ জন বিমানযাত্রীর মৃত্যু হয় ৷ প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনাই মনে করা হয়েছিল ৷ তবে তারইমধ্যে বিভিন্ন জায়গা থেকে উষ্মা প্রকাশ করা হচ্ছিল উপসাগরীয় এলাকায় যুদ্ধ পরিস্থিতির জেরেই এই ঘটনা হয়নি তো ৷   ইউক্রেনের বিমানে ইরানের মিসাইল হানা আর ইরানের মিসাইল হানাতেই বিমান ভাঙার দাবি ৷  কানাডার প্রধানমন্ত্রীর দাবিকে চ্যালেঞ্জ জানিয়েছে ইরান ৷ কানাডার কাছে প্রমাণ চেয়েছে ইরান ৷
advertisement
বিমান ভাঙার তদন্তে থাকতে রাজি আমেরিকা ৷
advertisement
ইউক্রেনের যে বিমানটি ভেঙে পড়ে তার ১৭৬ যাত্রীর মধ্যে ৬৩ জন ছিলেন কানাডার নাগরিক ৷ এরপরেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন একাধিক ইন্টলিজেন্স সূত্রের মতে তেহরান থেকে বিমানটি ওড়ার পরেই ইরান মিসাইল হেনে বিমানটিকে নামায় ৷
ইরানের বিদেশমন্ত্রক জানিয়েছে মার্কিন বিমান প্রস্তুতকারী সংস্থা বোয়িংয়কে তদন্তে অংশ নিতে দিতে তাদের কোনও আপত্তি নেই ৷ কানাড নিজের এই প্রশ্ন তোলার পরেই পাশ্চাত্যের একাধিক দেশ থেকে তাদের দিকে সমর্থন বাড়তে শুরু করে ৷ ব্রিটিশ প্রধামনন্ত্রী বরিস জনসন জানান একাধিক প্রমাণ রয়েছে বিমানে ইরানিয়ান মিসাইল হানার , তবে তিনি এও বলেছেন এটা অবশ্য অনিচ্ছাকৃত হতে পারে ৷
advertisement
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন কিয়েভে অভিমুখী বোয়িং ৭৩৭- এ দু একটি মিসাইলের ধাক্কা লেগেছিল যা ঠিক তেহরানের বাইরেই ফেটে যায় ৷ বুধবার কাকভোরে তেহরান বিমানবন্দর থেকে টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট পিএস ৭৫২ ভেঙে পড়ে ৷ এদিনই কিছু আগে ইরানের একাধিক ব্যালাস্টিক মিসাইল ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বেসক্যাম্পে আঘাত হানে ৷ ইরানিয়ান সেনাপ্রধানকে এয়ারস্ট্রাইকে হত্যা করার বদলা হিসেবেই ছিল এই প্রত্যাঘ্যাত৷ এই বিমানে যাত্রীদের মধ্যে ৮২ জন ইরানের, ১১ জন ইউক্রেনের, ১০জন সুইডেনের ও ৪ জন আফগানিস্তানের, ৩ জন জার্মানির, ৩ জন ব্রিটেনের ও ৬৩ জন কানাডার নাগরিক ছিলেন ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
#IranvsUS: ইরানের মিসাইলের আঘাতেই ভেঙে পড়ে ইউক্রেনের প্লেন? কানাডার কাছে তথ্য চাইল তেহরান
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement