আমেরিকায় স্কুলে ফের এলোপাথাড়ি গুলি ২ ছাত্রের, মৃত ১, আশঙ্কাজনক বহু
Last Updated:
ত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুজন মুখোশ পরে বন্দুক নিয়ে ঢোকে কলোরাডোর STEM স্কুলে৷ তারপরেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৮ বছর বয়সি এক ছাত্রের৷
#কলোরাডো: ফের এলোপাথাড়ি গুলি চলল মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুলে৷ কলোরাডোর একটি স্কুলে বন্দুকবাজের হামলায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে৷ অনেক ছাত্র-ছাত্রী গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছে৷ ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে৷ মার্কিন যুক্তরাষ্ট্রে যতগুলি বন্দুক হামলা হয়েছে, তার মধ্যে অন্যতম নৃশংস কলোরাডোর স্কুলের হামলার ঘটনা৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুজন মুখোশ পরে বন্দুক নিয়ে ঢোকে কলোরাডোর STEM স্কুলে৷ তারপরেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৮ বছর বয়সি এক ছাত্রের৷ মোট ৮ ছাত্রের গুলি লেগেছে৷ একজন মারা গিয়েচে৷ বাকিদের অবস্থা আশঙ্কাজনক৷ তবে শিক্ষক ও কর্মীদের মধ্যে কারও হতাহতের খবর নেই৷ গুলিতে আহত সবচেয়ে কম বয়সি ছাত্রের বয়স ১৫৷
advertisement
ঘচনায় ২ জনকে আটক করেছে পুলিশ৷ একজন মাঝবয়সি ব্যক্তি ও অন্যজন যুবক৷ দু জনেই ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র বলে জানা গিয়েছে৷ তবে আরও ভয়াবহ ক্ষতি ঘটতে পারত, বন্দুকবাজদের দেখেই তত্পর হয়ে যায় স্কুলের নিরাপত্তারক্ষীরা৷ তাই হতাহতের বিশাল সংখ্যা এড়ানো গিয়েছে৷
advertisement
মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষাপ্রতিষ্ঠানে গুলি নতুন নয়৷ মাঝে মাঝেই নানা স্কুলে এই ধরনের হামলার ঘটনা ঘটে৷ যার ফলে, আমেকিরায় অস্ত্র আইন আরও কড়া করার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন৷
advertisement
আরও ভিডিও: স্কুলের মধ্যেই ছাত্রীর শ্লীলতাহানি ছবি সিসি ক্যামেরায়, প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত শিক্ষক
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 08, 2019 9:54 AM IST