Taliban Forms Government in Afghanistan: সরকার গঠনের ঘোষণা তালিবানদের, নেতৃত্বে মহম্মদ হাসান আখুন্দ! পাক মদতেই কাটল জট?

আফগানিস্তানে সরকার গঠনের ঘোষণা তালিবানদের৷

পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রধান ফৈয়াজ হামিদ কাবুলে পৌঁছনোর বাহাত্তর ঘণ্টার মধ্যেই সরকার গঠন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করে দিল তালিবানরা (Taliban Forms Government in Afghanistan)৷

 • Share this:

  #কাবুল: আফগানিস্তানে তালিবান সরকারের নেতৃত্ব দেবেন মোল্লাহ মহম্মদ হাসান আখুন্দ৷ এ দিনই তালিবানদের তরফে আফগানিস্তানের নতুন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ পদাধিকারীদের নাম ঘোষণা করা হয়েছে৷ তালিবানদের সহ প্রতিষ্ঠাতা আব্দুল গনি বরাদর হবেন আফগান সরকারের উপ প্রধান৷

  পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রধান ফৈয়াজ হামিদ কাবুলে পৌঁছনোর বাহাত্তর ঘণ্টার মধ্যেই সরকার গঠন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করে দিল তালিবানরা৷ কারণ প্রায় তিন সপ্তাহ আগে আফগানিস্তানের দখল নিয়ে সরকার গঠন করতে পারছিল না তালিবানরা৷

  তালিবানদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ দিন জানিয়েছেন, 'যে মন্ত্রকগুলির মন্ত্রী অবিলম্বে মন্ত্রী প্রয়োজন, আমরা শুধু সেগুলির দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করছি৷ অন্যান্য মন্ত্রীদের নামও কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে৷ আমাদের নীতি এবং দৃষ্টিভঙ্গি খুবই স্বচ্ছ৷'

  তালিবানদের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানের অন্তর্বর্তী প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন মহম্মদ ইয়াকুব মুজাহিদ৷ অভ্যন্তরীণ মন্ত্রী হচ্ছে আলহাজ খালিফা৷ চিফ অফ আর্মি স্টাফের দায়িত্ব সামলাবেন আলহাজ মোল্লাহ ফাজেল৷ বিদেশমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে আমির খান মুতাক্কি৷

  সংবাদমাধ্যমের সামনে তালিবানদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, 'আমরা বিশৃঙ্খলা থেকে বেরিয়ে এসেছি৷ বর্তমান পরিস্থিতি বিক্ষোভ দেখানোর জন্য আদর্শ নয়৷ এই ধরনের বিক্ষোভ দেশের সুরক্ষায় ব্যাঘাত ঘটায়৷ বিক্ষোভকারীদের কাছে আমার অনুরোধ, এখন আপনারা কোনও বিক্ষোভ দেখাবেন না৷'

  গত ১৫ অগাস্ট কাবুলের দখল নিয়ে নিয়েছিল তালিবানরা৷ তার পর থেকে চেষ্টা চালিয়ে গেলেও সরকার গঠন করতে পারছিল না তারা৷ ফলে ঘোষণাও হচ্ছিল না৷ পূর্বতন আফগান সরকারেরও অভিযোগ ছিল, তালিবানদের মদত দেয় পাকিস্তান৷ যদিও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে এসেছে৷ কিন্তু এবার সরকার গঠন নিয়ে তালিবানদের জটিলতা কাটাতে কাবুলে পৌঁছে গিয়েছিলেন আইএসআই প্রধান৷ তার পর পরই সরকার গঠনের ঘোষণা করে ফেলল তালিবানরা৷ এখন অবশ্য আর রাখঢাক নয়, আফগানিস্তানের তালিবান সরকারকে প্রকাশ্যেই সমর্থন জানাচ্ছে পাকিস্তান৷

  Published by:Debamoy Ghosh
  First published: