#প্যারিস: ভিড়ের মধ্যে সুঁচ নিয়ে হামলার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ফ্রান্সের দক্ষিণাঞ্চলে এই ঘটনা সামনে আসার পর রবিবার এই যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সন্ধেয়, টুলনের রিভেরা সৈকতে একটি টেলিভিশন অনুষ্ঠানের জন্য কনসার্টের শুটিং চলছিল৷ তাদের মধ্যে ২০ জনের দেহে সূঁচের আঘাত লাগে৷ তারা আহত হন৷ সুঁচের আঘাতে এক মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তের সময়, অন্তত ১০০ জন মহিলার উপর সিরিঞ্জ দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এখন তাদের সকলের HIV পরীক্ষা করা হবে।
এদের মধ্যে দুই মহিলা সন্দেহভাজনকে শনাক্ত করেছেন। এই ব্যক্তির বিরুদ্ধে গুরুতর এবং পূর্বপরিকল্পিত হামলার অভিযোগ আনা হয়েছে। যদিও সেই ব্যক্তি অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে বলে জানা গিয়েছে৷ তবে সাক্ষীদের যথেষ্ট জবানবন্দি রয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে, যার উপর ভিত্তি করে তাকে আদালতে হাজির করা যেতে পারে বলে খবর৷
আরও পড়ুন Weird food request: দাগী আসামী, ফাঁসিতে যাওয়ার আগে কেন এসব খাবার খেতে চায় দোষারী?এই বছরের শুরু থেকে সুঁচ দিয়ে আক্রমণের প্রায় ১০০টি ঘটনার খবর মিলেছে। এবং অধিকাংশ ক্ষেত্রে সুঁচ দিয়ে আহত করতে মেয়েদের টার্গেট করা হচ্ছে৷ তবে ভিড়ের মধ্যে সুঁচ দিয়ে আক্রমণের সময় সেভাবে সুঁচ ফোটানোর অনুভূতি না হলেও, মেয়েদের শরীরে বমি বমি ভাব, মাথা ঘোরা এবং তীব্র ব্যথা হতে থাকে। পরে, তারা সুঁচ ফোটা চিহ্ন দেখতে পান৷ যেখানে সুঁচ ফোটানো হয়, সেখানে কালচে দাগ হয়ে যেতে দেখা যায়৷ মানুষ এই ধরণের হামলা খুব ভয়ঙ্কর, কারণ কিছু বুঝে ওঠার আগে এই হামলা চলে৷ সঙ্গে কী ধরণের সুঁচ ফোটানো হচ্ছে, তাও খুব আতঙ্কের৷ এতে HIV ছড়াতে পারে বলেও আশঙ্কা৷
শ্যুটিংয়ের সময় নতুন ঘটনা দেখা গেছে। ১৭-১৮ বছর বয়সী ছয় কিশোরী, পূর্ব ফ্রান্সের বেলফোর্টে একটি উত্সবের সময় তাদের হাতে এবং বাহুতে হঠাৎ তীব্র ব্যথার অভিযোগ করে। একইসঙ্গে শুটিং চলাকালীন সুঁচের আঘাতের অভিযোগ করেছেন সাতজন মহিলা। এখান থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ফ্রান্সের বিভিন্ন শহর থেকে এমন হামলার খবর মিলেছে। আক্রান্তদের বেশিরভাগের রক্ত পরীক্ষা করতে বলা হয়েছে। কয়েকজনকে এইচআইভি এবং হেপাটাইটিসের প্রতিরোধমূলক ওষুধ দেওয়া হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।