বোমার শব্দের সঙ্গে মেয়ের হাসি, সিরিয়ার বাবা-মেয়েকে দেখুন আপনারও চোখে জল আসবে
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
সিরিয়ার এই শহরের মাঝে বসে আছে বাবা মেয়ে৷ ছোট্ট ৯ বছরের মেয়েটি হয়ত বারবার সেই বোমার শব্দে ভয় পাচ্ছিল৷
#ইদলিব: বোমা পড়ছে ইদলিবে৷ আর যুদ্ধে ছারখার হয়ে যাওয়া সিরিয়ার শহর ইদলিবে বসে সেই যুদ্ধেরই উল্টো পিঠের গল্প লিখছে বাবা, মেয়ে৷ আর সেই ভিডিও দেখে চোখে জল আসছে নেটিজেনদের৷
what a sad world, To distract 4-year old Selva, her father Abdullah has made up a game. Each time a bomb drops in Idlib #Syria, they laugh, so she doesn’t get scared. pic.twitter.com/TCCaplvy95
— Ali Mustafa (@Ali_Mustafa) February 17, 2020
advertisement
advertisement
সিরিয়ার এই শহরের মাঝে বসে আছে বাবা মেয়ে৷ ছোট্ট ৯ বছরের মেয়েটি হয়ত বারবার সেই বোমার শব্দে ভয় পাচ্ছিল৷ তাই বোমার শব্দকে মিলিয়ে মেয়েকে নিয়ে এক মজার খেলায় মাতলেন বাবা৷ মেয়েকে হয়ত বলেছিলেন, ‘যেই দুর থেকে বোমার শব্দ পাওয়া যাবে, ওমনি হা হা করে হেসে উঠবি’৷ কিছু না বুঝেই সেই খেলায় মেতে উঠল মেয়ে৷ ছোট্ট সেলভা খেলার ছলে বাবা আব্দুল্লার কথা মেনে নিয়ে হয়ত ভাবল সবটা খেলা৷ কিন্তু ওদিকে বোমা পড়েই চলেছে৷ একের পর এক৷ কিন্তু নিস্পাপ শৈশব সেই যুদ্ধের বাস্তবতার কথা জানে না৷ জানলেও সে বোধ এখনও হয়নি৷ সে জানে না, সিরিয়ার মারণ লড়াইয়ে মৃত্যু হয়েছে ৫০ হাজার মানুষের৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 18, 2020 9:08 PM IST