#নিউইর্য়ক: বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বৃহস্পতিবার নিউইয়র্কে সার্ক সম্মেলন চলাকালীন মাঝপথে সভাকক্ষ ছেড়ে বেরিয়ে এসেছেন ৷ তিনি সম্মেলনে সন্ত্রাসবাদ দমনের উপর জোর দিয়েছেন ব্যাপক রূপে ৷ তিনি আরও জানিয়েছেন আর্থিক বিকাশ, প্রগতি ও শান্তি-সুরক্ষা ব্যবস্থা আরও উন্নত করার ক্ষেত্রে বিশেষ করে জোর দিয়েছেন ৷
তবে আর যা হোক তাঁর লক্ষে ছিল পাকিস্তানের সন্ত্রাসবাদ মামলায় মদতের বিরুদ্ধে তীব্র গর্জন ৷ তিনি জানিয়েছেন দেশে শান্তি ও সম্প্রীতি স্থাপনে সন্ত্রাসবাদকে শিকড় থেকে উপড়ে ফেলতে হবে ৷ তবে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি সঙ্গে সাক্ষাৎ হয়নি ৷ তবে নিজের বক্তব্য শেষ করে চলে গিয়েছিলেন বিদেশমন্ত্রী ৷ তিনি পাক বিদেশমন্ত্রীর বিবৃতির জন্য অপেক্ষা করেননি ৷
সূত্রের খবর বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ প্রথমে আফগানিস্থান, বাংলাদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ৷ তারপরে আমেরিকায় বসবাসকারী ভারতীয় সঙ্গে বৈঠক ও অন্য দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনার জন্যই মূলত মাঢপথে অনুষ্ঠান ছেড়ে গিয়েছিলেন ৷
তবে এই বিষয়ে পাক বিদেশমন্ত্রীর করা মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেই মনে করা হচ্ছে তিনি বলেচেন ভারতের বিদেশমন্ত্রী প্রথম নন যিনি মাঝপথে বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India, Leaves SAARC, Mid-way, Pakistan, Sushma Swaraj, বক্রোক্তি পাক বিদেশমন্ত্রীর