চোখের পলকে নিজেকে উড়িয়ে দিল আত্মঘাতী জঙ্গি, তুরস্কে হামলার ভয়াল ভিডিও ভাইরাল
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, একটি গা়ড়ি এসে ওই সরকারিদফতরের থামল৷ এর পর গড়ি থেকে নেমেই এক ব্যক্তি ওই সংসদ ভবনের দিকে এগিয়ে যেতে থাকে সে৷
আঙ্কারা: রবিবার তুরস্কের সংসদ ভবনের কাছে আত্মঘাতী জঙ্গি হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ এবার প্রকাশ্যে এল৷ কীভাবে একজন আত্মঘাতী জঙ্গি সংসদ ভবনের অনতিদূরে গাড়ি থেকে নেমে নিজেকে বোমা বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিল, সেই মুহূর্তের ভিডিও এখন প্রায় গোটা বিশ্বে ভাইরাল৷
তবে বরাতজোরে এই ঘটনায় বড় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই৷ তুরস্ক সরকারের দাবি, দু জন আত্মঘাতী জঙ্গির মধ্যে একজননকে নিষ্ক্রিয় করতে গিয়ে দুই পুলিশ অফসারের অল্প লাগে৷
advertisement
রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ তুরস্কের আঙ্কারা শহরে এই আত্মঘাতী জঙ্গি হামলার ঘটনা ঘটে৷ তুরস্ক সরকারের অভ্যন্তরীণ মন্ত্রকের দফতরের বাইরে নিজেকে উড়িয়ে দেয় এক জঙ্গি৷
advertisement
NEW: Ankara attack footage from this morning. #Turkey pic.twitter.com/CshYPAB64H
— Ragıp Soylu (@ragipsoylu) October 1, 2023
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, একটি গা়ড়ি এসে ওই সরকারিদফতরের থামল৷ এর পর গড়ি থেকে নেমেই এক ব্যক্তি ওই সংসদ ভবনের দিকে এগিয়ে যেতে থাকে সে৷ কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরণ ঘটায় ওই জঙ্গি৷ দেখা যায় আগুনের গোলা৷ এমন কি, কয়েক কিলোমটার দূর থেকেও বিস্ফোরণের শবদ শোনা যায়৷
advertisement
তুরস্ক সরকারের পক্ষে থেকে জানানো হয়েছে, দুই জঙ্গির মধ্যে একজনকে নিষ্ক্রিয় কার সম্ভব৷ তবে এই হামলার ঘটনায় দুই পুলিশকর্মী সামান্য আহত হয়েছেন৷ এই ঘটনাকে জঙ্গি হামলা বলেই দাবি করেছে তুরস্ক সরকার৷ তবে কোনও জঙ্গি গোষ্ঠী এই মামলার দায় কোনও জঙ্গি সংগঠনই নেয়নি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 02, 2023 3:55 AM IST