বালুচিস্তানে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৩
Last Updated:
বালুচিস্তানে শনিবারের বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৩ ৷ এদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু ৷ অন্যদিকে পাল্লা দিয়ে বেড়েছে জখমের সংখ্যাও ৷ রবিবার সকালে আহতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১০০ ৷
#ইসলামাবাদ: বালুচিস্তানে শনিবারের বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৩ ৷ এদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু ৷ অন্যদিকে পাল্লা দিয়ে বেড়েছে জখমের সংখ্যাও ৷ রবিবার সকালে আহতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১০০ ৷ এদিন সন্ধেয় অশান্ত বালুচিস্তানের লাসবেলা জেলায় শাহ নোরানি মসজিদে মারাত্মক বিস্ফোরণ ঘটে ৷ ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট ৷
সরকারি সূত্রে স্বীকার না করা হলেও সংবাদ সংস্থাগুলি জানাচ্ছে, মৃতের সংখ্যা ৬২ ছাড়িয়েছে ৷
শনিবার ফের বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তানের বালুচিস্তান ৷ লাসবেলা জেলার শাহ নোরানি দরগায় সুফি নাচ ‘ধামাল’ চলাকালীনই আকস্মিক বিস্ফোরণ ঘটে ৷ ওই উৎসব উপলক্ষে দরগায় সেসময় প্রচুর মানুষ উপস্থিত ছিলেন ৷ বিস্ফোরণস্থল খুঁটিয়ে দেখে তদন্তকারীদের অনুমান, জঙ্গিরা বিস্ফোরণের জন্য আত্মঘাতী বোমা ব্যবহার করেছে ৷
advertisement
advertisement
বিস্ফোরণ ও বহু মানুষের হতাহতের কথা স্বীকার করে বিবৃতি দেন বালুচিস্তানের অভ্যন্তরীণমন্ত্রী সফররাজ বুগটি ৷ এধি ট্রাস্ট ফাউন্ডেশনের তরফ থেকে হাকিম লস্যি নামে এর উচ্চ পদস্থ আধিকারিক প্রথমে জানান, শিশু ও নারী মিলিয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে ৷ জখম অন্তত ১০০ জন ৷ পরে যদিও বেড়ে যায় মৃতের সংখ্যা ৷
advertisement
করাচি থেকে ২৫০ কিমি দূরে উথাল পার্বত্য এলাকায় অবস্থিত লাসবেলার শাহ নোরানি দরগা ৷ প্রত্যন্ত এলাকায় অবস্থিত এই দরগায় বিস্ফোরণটি ঘটায় সাহায্য পৌঁছতে বেশ কিছুটা বিলম্ব হয় ৷ তাতে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে ৷ একইসঙ্গে দরগায় আসা মানুষদের অভিযোগ, প্রত্যন্ত স্থানে হলেও ওই মসজিদে অনেক মানুষের যাতায়াত ছিল ৷ ধামাল অনুষ্ঠান উপলক্ষে অনেক মানুষ জমা হলেও সেখানে কোনও অ্যাম্বুলেন্স বা জরুরি চিকিৎসা পরিষেবার কোনওরকম ব্যবস্থা ছিল না ৷
Location :
First Published :
November 13, 2016 9:42 AM IST