Sudan: দু বছরের যুদ্ধ শেষে সেনার দখলে সুদান, দখল হয়ে গেল রাষ্ট্রপতি ভবনও

Last Updated:

সুদানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানান হয়েছে শুক্রবার সুদানের রাজধানী শহর খারতুমের রিপাবলিকান প্যালেস পুনরায় দখল করা হয়েছে।

রিপাবলিকান প্যালেস দখল করার কথা জানাল সুদানের সেনা- ছবি-  এএফপি।
রিপাবলিকান প্যালেস দখল করার কথা জানাল সুদানের সেনা- ছবি- এএফপি।
খারতুম: সুদানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানান হয়েছে শুক্রবার সুদানের রাজধানী শহর খারতুমের রিপাবলিকান প্যালেস পুনরায় দখল করা হয়েছে। র‍্যাপিড সাপোর্ট ফোর্সের সঙ্গে দীর্ঘ বছর ধরে চলতে থাকা যুদ্ধের ইতি হল বলে মনে করা হচ্ছে।
সামাজিক মাধ্যমে, সেনাবাহিনীর এক কর্তার রাষ্ট্রপতি ভবনের ভিতরের ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ভাঙা টাইলস এবং বিভিন্ন ভাঙা আসবাবের মধ্যে দিয়ে সেনাবাহিনীর লোকেরা অস্ত্রশস্ত্র উঁচিয়ে চিৎকার করে চলেছেন, ‘ভগবান সর্বশক্তিমান’।
advertisement
advertisement
সুদানের তথ্যমন্ত্রী খালেদ আল-আইসার এই ঘটনার সত্যতা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আজকে পতাকা তোলা হয়েছে, এরপরে জয় না পাওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।”
নীল নদের তীরে রিপাবলিকান প্যালেস সুদানের বিভিন্ন সরকারি কাজকর্মের প্রধান কার্যালয়। দেশের টাকা এবং পোস্টাল স্ট্যাম্প এখান থেকেই তৈরি হত। ২০২৩ সালের ২৩ এপ্রিল সুদানে প্রথম যুদ্ধ শুরু হয়। এরপরেই এই যুদ্ধ বাড়তে থাকে জেনারেল আবদেল ফতেহ বুরহানের নেতৃত্বে।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Sudan: দু বছরের যুদ্ধ শেষে সেনার দখলে সুদান, দখল হয়ে গেল রাষ্ট্রপতি ভবনও
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement