নিষিদ্ধ পল্লিতে ঢুকতে বাধা, পুলিশের উপর চড়াও হলেন ইঞ্জিনিয়াররা

Last Updated:

বহাওয়ালপুর থেকে ফয়সলাবাদ যাওয়ার জন্য M4 মোটরওয়ের রাস্তা নির্মাণের কাজ চলছিল

নয়াদিল্লি: নিষিদ্ধ পল্লিতে ঢুকতে নিষেধ ৷ পাক পুলিশের উপর চড়াও হলেন চিনা ইঞ্জিনিয়াররা ৷
বহাওয়ালপুর থেকে ফয়সলাবাদ যাওয়ার জন্য M4 মোটরওয়ের রাস্তা নির্মাণের কাজ চলছিল ৷ এই রাস্তা নির্মাণের দায়িত্ব রয়েছেন চিনা ইঞ্জিনিয়াররা ৷ আর তাদের নিরাপত্তার জন্য কয়েকজন পাক পুলিশকে নিয়োগ করেছে রাস্তা নির্মাণকারী সংস্থাটি ৷ ইঞ্জিনিয়ারদের নিরাপত্তার কথা ভেবেই পুলিশদের নিয়োগ করা হয়েছে ৷ পাশাপাশি সংস্থাটির নির্দেশে নিরাপত্তারক্ষী ছাড়া ওই নির্মাণ এলাকা থেকে কোনও ইঞ্জিনিয়ারের বেরোনো একেবারে নিষেধ ৷ আর এতেই বিরোধ বাঁধে ৷
advertisement
সম্প্রতি বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে ৷ সেই ভিডিওতেই দেখা যাচ্ছে, নিষিদ্ধ পল্লি যাওয়ার জন্য রীতিমত কাকুতি মিনতি করছেন ইঞ্জিনিয়াররা ৷ কিন্তু কাজ না হওয়ায় ওই পুলিশদের রীতিমত হুমকি দিচ্ছেন তারা ৷ এমনকী, তাদের ক্যাম্পের ইলেক্ট্রিসিটিও কেটে দেন তারা ৷ নিজেদের দাবিতে তারা এখনও সরব রয়েছেন ৷ সেই দাবিতে তারা বন্ধ করে দিয়েছে রাস্তার কাজও ৷
advertisement
advertisement
কিন্তু পাক পুলিশ কর্মীরা সাফ জানিয়ে দিয়েছেন, উপরমহল থেকে অনুমতি না মিললে এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়া তারা ওই পুলিশ ক্যাম্প থেকে বেরোতে পারবেন না ৷
তবে, ইঞ্জিনিয়াররাও তাদের দাবিতে অনড় ৷ সমস্যার সমাধানের জন্য পঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের কাছেও একটি চিঠি লেখেন তারা ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
নিষিদ্ধ পল্লিতে ঢুকতে বাধা, পুলিশের উপর চড়াও হলেন ইঞ্জিনিয়াররা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement