#কিউবা: শিরোনাম পড়ে চমকে উঠবেন না ! এই নিয়ম মোটেই এ দেশে চালু হচ্ছে না৷ যা ঘটতে চলেছে তা কিউবাতেই ৷
খবরটা হল, কিউবা দেখা দিয়েছে নতুন সমস্যা ৷ প্রেমিক-প্রেমিকারা নাকি প্রেম করার জন্য নিরাপদ জায়গাই খুঁজে পাচ্ছে না ৷ কিউবার সরকার মনে করছে, এই সমস্যা খুবই গুরুতর ৷ কারণ, এতে দেশের নাগরিকরা সুখী হতে পারবেন না ৷ তাই প্রেমের জায়গার জন্য নতুন কিছু করার ভাবনা ভাবতে শুরু করে কিউবা সরকার ৷
আর যেমন ভাবনা, তেমন কাজ ৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে, দেশে পুরনো ‘লাভ মোটেল’গুলো ফের চালু করা হচ্ছে। লাভ মোটেল চালানোর জন্য ইতিমধ্যেই ১৬টি ঘর বিশিষ্ট একটি দোতলা হোটেল তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে আরও এমন হোটেল তৈরি করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cuba, Love Place