‘চার্চে হতে পারে আত্মঘাতী হামলা’, ১০ দিন আগেই সতর্ক করেছিল শ্রীলঙ্কার পুলিশ প্রধান

Last Updated:
#কলোম্বা: রবিবার সাতসকালে ধারাবাহিক বিস্ফোরণে রক্তাক্ত শ্রীলঙ্কা ৷ মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে ৷ মৃতের সংখ্যা ছুঁয়েছে প্রায় ১৮৫ ৷ আহতের সংখ্যা বহু ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ৷ এমনটাই আশঙ্কা করা হচ্ছে ৷
প্রথম বিস্ফোরণের ধাক্কা সামলে উঠতে না উঠতেই আবারও কেঁপে উঠল শ্রীলঙ্কা ৷ ১টি হোটেলে জোরাল বিস্ফোরণ ঘটে ৷ সপ্তম বিস্ফোরণটি হয় দেহিওয়ালার একটি হোটেলে ৷ এই বিস্ফোরণের জেরে অন্ততপক্ষে ২ জনের মৃত্যুর খবর মিলেছে ৷ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন ৷ স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তারা ৷
তবে এই ঘটনা মোটেই আকষ্মিক নয় ৷ ১০ দিনে আগেই খবর ছিল এই আত্মঘাতীর হামলা ৷ এমনকী, এই হামলা নিয়ে সতর্ক শ্রীলঙ্কার পুলিশ প্রধান ৷ এমনটাই জানাচ্ছে সংবাদ সংস্থা এএফপি। দশ দিন আগের সেই সতর্কবার্তা তাদের হাতেও এসেছে বলে দাবি করেছে এএফপি।
advertisement
advertisement
সংবাদ সংস্থার আরও জানিয়েছে, ১১ এপ্রিল এই ধারাবাহিক বিস্ফোরণের ষড়যন্ত্রের খবর এসেছিল শ্রীলঙ্কার গোয়েন্দাদের হাতে ৷ এই খবর পাওয়া মাত্রই দেশের শীর্ষ পুলিশ কর্তাদের কাছে সতর্কবার্তাও পাঠিয়েছিল শ্রীলঙ্কা পুলিশের প্রধান পুজুথ জয়সুন্দর ৷ পুলিশ প্রধান এমনকী, সতর্কবার্তায় জানিয়েছিলেনস হামলা হতে পারে কলম্বোর ভারতীয় হাই কমিশনেও ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
‘চার্চে হতে পারে আত্মঘাতী হামলা’, ১০ দিন আগেই সতর্ক করেছিল শ্রীলঙ্কার পুলিশ প্রধান
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement