শ্রীলঙ্কায় বিস্ফোরণে অল্পের জন্য প্রাণে বাঁচেন শনাকা, কী জানাচ্ছেন লঙ্কা ক্রিকেটার ?
Last Updated:
#কলম্বো: শ্রীলঙ্কায় জঙ্গি হামলায় তিনশো মানুষের মৃত্যু হয়েছে ৷ ইস্টারের প্রার্থনায় এই ঘটনা গোটা বিশ্বকেই নাড়িয়ে দিয়ে গিয়েছে ৷ শ্রীলঙ্কায় এই জঙ্গি হানায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান শ্রীলঙ্কার ক্রিকেটার দাসুন শনাকা ৷
Shocked to see the tragic disaster caused in my church! My mother is totally fine and grandmother went through a surgery!Keep all all of us in your prayers pic.twitter.com/sYZNbyOhfO
— dasun shanaka (@dasunshanaka1) April 21, 2019
advertisement
২৭ বছরের লঙ্কা অলরাউন্ডার বিস্ফোরণের অন্যতম স্থান সেন্ট সেবাস্তিয়ান চার্চে প্রার্থনার সময় নিজের পরিবারের সঙ্গে উপস্থিত থাকার কথা ছিল ৷ কিন্তু আগের দিন ১৭০ কিলোমিটার যাত্রা করে বাড়ি ফেরেন ৷ তাতে যথেষ্ট ক্লান্ত ছিলেন শনাকা ৷ শ্রীলঙ্কার ক্রিকেটার জানান, সে দিন সকালে নিজের বাড়িতে বসে বিস্ফোরণের শব্দ শুনতেও পেয়েছিলেন তিনি ৷ পুরো চার্চটাই ধ্বংস হয়ে গিয়েছে ৷ সেখানে শয়ে শয়ে মৃতদেহ পড়ে ৷ তারপরেই ঠাকুমাকে খুঁজতে বেরোন তিনি ৷ শনাকা ধরেই নিয়েছিলেন যে ঠাকুমা আর বেঁচে নেই ৷ কিন্তু মাথায় আঘাত পেলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গিয়েছেন শনাকার ঠাকুমার ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 24, 2019 3:04 PM IST