নিরাপত্তার খাতিরে বোরখা-সহ সবরকমের মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করল শ্রীলঙ্কা
Last Updated:
#কলম্বো: নিরাপত্তা আরও জোরদার করতে বোরখা, নিকাব ও হিজাব-সহ সবরকমের মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করল শ্রীলঙ্কা ৷
গত রবিবার ২১ এপ্রিল, ইস্টার সানডে’র দিন ধারাবাহিক বিস্ফোরণের জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কান সরকার ৷ ওই আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত্যু হয় ২৫৩ জন সাধারণ মানুষের ৷ আতহের সংখ্যার তিনশোরও বেশি ৷ ঘটনার দায় স্বীকার করেছে আইএস ৷ জানা গিয়েছে, আইএস-কে মদত জুগিয়েছিল স্থানীয় মুসলিম জঙ্গি সংগঠন ন্যাশনাল তৌহিদ জামাত ৷ গতকাল প্রেসিডেন্টের তরফে একটি নির্দেশিকা জারি হয়েছে ৷ সোমবার থেকে তা কার্যকরী হবে ৷
advertisement
জাতীয় নিরাপত্তার স্বার্থে বোরখা নিষিদ্ধ করার স্বপক্ষে দিন দুয়েক আগে শ্রীলঙ্কার পার্লামেন্টে একটি বেসরকারি প্রস্তাব পেশ করা হয়েছে। সাংসদ অশু মারাসিংঘে প্রস্তাবে বলেন, বোরখা মুসমিল মহিলাদের সনাতন পোশাক নয়। ইস্টার সানডে-তে ওই হামলার পর থেকে সে দেশের অনেক মুসলিমরাই নানা জায়গায় আক্রমণের মুখে পড়েছেন ৷ অনেকে আবার নিজে থেকেই বোরখা পরা বন্ধ করে দিয়েছেন ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 29, 2019 7:36 AM IST