Imran Khan: আদৌ বেঁচে আছেন ইমরান? জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে পাকিস্তানেই তুমুল জল্পনা

Last Updated:

ইমরান খানের তিন বোন তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন৷ পিটিআই-এর অভিযোগ, এই অপরাধে ইমরানের তিন বোনকে বেধড়ক মারধর করে পুলিশ৷

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে তুমুল জল্পনা পাকিস্তানে৷
ইমরান খানের স্বাস্থ্য নিয়ে তুমুল জল্পনা পাকিস্তানে৷
আদৌ কি বেঁচে আছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান? গত কয়েক দিন ধরে পাকিস্তান এবং আফগানিস্তানের বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে৷ যে জল্পনাকে কেন্দ্র করে পাকিস্তানের রাজনীতি ফের সরগরম হয়ে উঠেছে৷ একাধিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে করা পোস্টে আশঙ্কা প্রকাশ করে দাবি করা হয়েছে, সম্ভবত জেলের ভিতরেই খুন করা হয়ে থাকতে পারে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে৷
আফগানিস্তানের সংবাদমাধ্যমে তো জোরের সঙ্গেই দাবি করা হয়েছে, পাকিস্তানের জেলের ভিতরে রহস্যজনক পরিস্থিতিতে ইমরান খানকে হত্যা করে তাঁর দেহ জেলের বাইরে পাচার করে দেওয়া হয়েছে৷ দু দেশের একাধিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই দাবিকে সমর্থনও করা হয়েছে৷
রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে বন্দি ছিলেন ইমরান খান৷ তাঁর গ্রেফতারির প্রতিবাদে সম্প্রতি ওই জেলের বাইরে বিক্ষোভ দেখান কয়েক হাজার পিটিআই সমর্থক৷ তবে ইমরান খান জেলবন্দি থাকা অবস্থায় তাঁকে নিয়ে এমন জল্পনা এই প্রথম নয়৷
advertisement
advertisement
ইমরান খানের তিন বোন তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন৷ পিটিআই-এর অভিযোগ, এই অপরাধে ইমরানের তিন বোনকে বেধড়ক মারধর করে পুলিশ৷ পিটিআই-এর দাবি, ইমরানের সঙ্গে দেখা করার জন্য রাওয়ালপিণ্ডির জেলের বাইরে একমাস ধরে ধর্না দেন তাঁর তিন বোন৷ তার পরেই তাঁদের উপরে ঝাঁপিয়ে পড়ে পুলিশ৷ ইমরানের তিন বোনের উপরে পুলিশের এই নির্যাতনের অভিযোগ ওঠার পরই ইমরানকে নিয়ে নতুন করে জল্পনা ছড়িয়েছে৷ পাকিস্তানের পঞ্জাবের পুলিশ প্রধানের কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন ইমরানের তিন বোন৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Imran Khan: আদৌ বেঁচে আছেন ইমরান? জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে পাকিস্তানেই তুমুল জল্পনা
Next Article
advertisement
Imran Khan: আদৌ বেঁচে আছেন ইমরান? জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে পাকিস্তানেই তুমুল জল্পনা
আদৌ বেঁচে আছেন ইমরান? জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে পাকিস্তানেই তুমুল জল্পনা
  • ইমরান খানকে নিয়ে পাকিস্তানেই জল্পনা৷

  • আদৌ বেঁচে আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী?

  • মেরে ফেলা হয়েছে ইমরানকে, আফগানিস্তানের সংবাদমাধ্যমে দাবি৷

VIEW MORE
advertisement
advertisement