World News: বারে ঢুকে পরপর গুলি, মুহূর্তে মৃত ১৪! পানশালার ঘটনায় তোলপাড় বিশ্ব
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
World News: মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। আহত হয়েছেন বেশ কয়েক জন। তাঁদের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
#জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে একটি পানশালায় গুলিতে অন্তত ১৪ জন নিহত হয়েছে। রবিবার খুব ভোরে এই ঘটনা ঘটে। পুলিশ লেফটেন্যান্ট ইলিয়াস মাওয়েলা বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১২ জনকে মৃত অবস্থায় দেখতে পায়। বাকিরা পরে মারা যান।
তিনি বলেন, আরো কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পানশালাটি জোহানেসবার্গের বৃহত্তম টাউনশিপে অবস্থিত।
advertisement
প্রসঙ্গত, দিন কয়েক আগেই দক্ষিণ আফ্রিকার একটি পানশালায় ২২ জন যুবকের রহস্যজনক মৃত্যু ঘটে। দক্ষিণ আফ্রিকার প্রশাসন জানিয়েছিল, সেখানকার একটি পানশালায় অন্তত ২২ জন যুবক মারা গেছে। তবে পূর্ব লন্ডনের ওই পানশালায় তারা কী ভাবে মারা গেল, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছিল।
advertisement
এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় ঘটে গেল আরও এক মারাত্মক ঘটনা। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। আহত হয়েছেন বেশ কয়েক জন। তাঁদের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কত জনের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 10, 2022 2:07 PM IST