Solar Eclipse: কালো চাঁদ আর সূর্যগ্রহণ এক দিনে! এপ্রিলের শেষ দিনটি কি রহস্যময়, কী বলছেন বিজ্ঞানীরা

Last Updated:

Solar Eclipse: ভারত থেকে কি এই গ্রহণ দেখা যাবে?

ফাইল ছবি
ফাইল ছবি
#নয়াদিল্লি: এক দূর্লভ মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ব। এই বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে এপ্রিল মাসের শেষ দিনটিতে, অর্থাৎ ৩০ এপ্রিল। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই সূর্যগ্রহণ থাকবে কয়েকঘণ্টা। পৃথিবীর কয়েকটি নির্বাচিত প্রান্ত থেকে সকাল ১২.১৫ মিনিট থেকে ২.১১ মিনিট পর্যন্ত এই গ্রহণ দেখতে পাবেন সাধারণ মানুষ। তবে ভারত থেকে কি এই গ্রহণ দেখা যাবে?
বিজ্ঞানীরা বলছেন, না, ভারত থেকে এই সূর্যগ্রহণের দেখা মিলবে না। নাসার তরফ থেকে বলা হয়েছে, দক্ষিণ আমেরিকার কয়েকটি অংশ যেমন চিলি, আর্জেন্টিনা, উরুগুয়ের বেশিরভাগ অংশ, পশ্চিম প্যারাগুয়ে, দক্ষিণ-পশ্চিম বলিভিয়া, দক্ষিণ-পূর্ব পেরু ও দক্ষিণ-পশ্চিম ব্রাজিল থেকে এই গ্রহণের দেখা মিলবে।
আরও পড়ুন: রাজ্য সরকারের এই দফতরে বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি জারি, আজই বিশদে জানুন
পাশাপাশি, এই গ্রহণ দেখা যাবে আন্টার্টিকার কয়েকটি অংশ, আটলান্টিক সাগরের কয়েকটি উপকূল থেকেও। ভারত থেকে গ্রহণের দেখা মিলবে না। পৃথিবী ও সূর্যের মধ্যে যখন চাঁদ এসে পড়ে, তখন গ্রহণের মতো ঘটনা ঘটে। তবে এই গ্রহণের ক্ষেত্রে সেই ঘটনা ঘটবে আংশিক। অর্থাৎ, এটিকে আংশিক সূর্যগ্রহণ বলা চলে। নাসার তরফ থেকে বলা হয়েছে, এই গ্রহণটি সূর্যের ৬৫ শতাংশ পর্যন্ত ঢেকে দিতে পারবে। তবে ভারত থেকে এটি দেখা যাবে না। সেই কারণে, যে ভারতের বাসিন্দারা এই গ্রহণ দেখতে আগ্রহী, তাঁরা নজর রাখতে পারেন ইউটিউবে।
advertisement
advertisement
আরও পড়ুন: গরম চায়ের সঙ্গে সিগারেটের সুখটান, শরীরে কী মারাত্মক ক্ষতি হচ্ছে জানেন?
পাশাপাশি, এই একই দিনে দেখা দেবে কালো চাঁদ। মাসের দ্বিতীয় নিউ মুন দেখা যাবে এই দিনটিতে। এই নিউ মুনকে সাধারণত ব্ল্যাক মুন বা কালো চাঁদ বলেও ডাকা হয়। তবে এই কালো চাঁদের নির্দিষ্ট কোনও সংজ্ঞা নেই। এটি কেবল মাত্র নিউ মুনকেই বোঝায়। কারণ, চাঁদ তো সবসময় কালো, চাঁদের নিজস্ব কোনও আলো নেই।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Solar Eclipse: কালো চাঁদ আর সূর্যগ্রহণ এক দিনে! এপ্রিলের শেষ দিনটি কি রহস্যময়, কী বলছেন বিজ্ঞানীরা
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement