সাহারায় শিহরণ ! বিশ্বের অন্যতম উষ্ণ মরুভূমিও ঢেকে গেল তুষারে
Last Updated:
মরুভূমির ধু ধু বালির উপর তুষারের গুঁড়ো।
#কায়রো: মরুভূমির ধু ধু বালির উপর তুষারের গুঁড়ো ! জানুয়ারির শুরুতে হলুদে-সাদায় এ এক ভিন্ন সাহারা। আক্ষরিক অর্থেই সাহারায় শিহরণ।
বিশ্বের অন্যতম উষ্ণ মরুভূমিতে তুষারপাত। এই ছবি অ্যাটলাস পর্বতমালার কাছাকাছি আলজেরিয়ার আইন সেফরা শহরের। পর্যটকদের কাছে সাহারার প্রবেশপথ নামেই পরিচিত এই শহর। বরফের জেরে আটকে পড়ে গাড়ি। পর্যটকদের অনেকে মেতে ওঠেন বছরে গড় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। তবে শীতে তাপমাত্রা অস্বাভাবিক হারে নেমে যায়। এমন বেমানান তুষারপাত অবশ্য অবাক করেনি আবহবিদদের। ! ১৯৭৯ সালের ডিসেম্বরে এমন তুষারপাত দেখা গিয়েছিল ওই মরুভূমিতে। গত চল্লিশ বছরে এ নিয়ে তৃতীয়বার।
advertisement
Rare #snow covers the #Sahara #Desert in #Algeria – Second year in a row after 40 years of absence https://t.co/5v81PrFb0s via @Strange_Sounds pic.twitter.com/1arXOMEAKb
— Strange Sounds (@Strange_Sounds) January 7, 2018
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 09, 2018 7:50 PM IST