corona virus btn
corona virus btn
Loading

খিদের চোটে নিজের লেজ খেতে শুরু করল সাপ! দেখে নিন গা শিউড়ে ওঠা ভাইরাল ভিডিও

খিদের চোটে নিজের লেজ খেতে শুরু করল সাপ! দেখে নিন গা শিউড়ে ওঠা ভাইরাল ভিডিও
Photo Courtesy- Forgotten Friend Reptile Sanctuary/ Facebook

গা শিউড়ে ওঠার এই মারাত্মক ভিডিও

  • Share this:

 #পেনসিলভ্যানিয়া:  সাপ পছন্দ করেন , করেন না , দেখলেই গা শিউড়ে ওঠে , ঘেন্না করে তাহলে ভুলেও এই ভিডিওতে আপনি ক্লিক করবেন না ৷ একটি সাপের ভিডিও সম্প্রতি অনলাইনে ভাইরাল হয়েছে ৷ সাপটি মারাত্মক একটা কাজ করছিল ৷ সে খিদের চোটে খাবার না পেয়ে নিজের লেজটাই খেতে শুরু করছিল ৷

জেস রটহেকার নামের এক বন্যপ্রাণ সংরক্ষণ কর্মী এই ভিডিও পোস্ট করেছেন ৷ পেনসিলভ্যানিয়ার সরীসৃপ স্যাংচুয়ারির ঘটনা ৷ সেখানে ওই ব্যক্তি দেখতে পান খিদের চোটে নিজের লেজ খেতে শুরু করেছে ৷ এটা ১৫ বছরে প্রথম এই ধরণের ঘটনা দেখতে পেলেন বলে জানিয়েছেন জেস ৷ যদিও এরপর ওই ব্যক্তি কোনওক্রমে তাঁকে লেজ খাওয়া থেকে বিরত করে তার জীবন বাঁচান জেস ৷

দেখে নিন সেই মারাত্মক ভিডিও
  আরও দেখুন
First published: August 13, 2019, 9:19 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर