বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে রবীন্দ্রনাথকে অপমান, নতুন বিতর্কে নোবেল
Last Updated:
সারেগামাপা-এর দৌলতে বাংলাদেশের নোবেল এখন এপার বাংলাতেও চর্চিত নাম ৷ এমনকী, সৃজিত মুখোপাধ্যায়ের ‘ভিঞ্চি দা’ ছবিতেও বড়সড় ব্রেক পেয়েছেন নোবেল ৷
#ঢাকা: সারেগামাপা-এর দৌলতে বাংলাদেশের নোবেল এখন এপার বাংলাতেও চর্চিত নাম ৷ এমনকী, সৃজিত মুখোপাধ্যায়ের ‘ভিঞ্চি দা’ ছবিতেও বড়সড় ব্রেক পেয়েছেন নোবেল ৷ ওপার বাংলার সঙ্গে সঙ্গে, তাঁর গানে মুগ্ধ হয়েছেন এপার বাংলার অসংখ্য মানুষও ৷ সেই নোবেলই এবার ফাউল করে বসলেন একটি সাক্ষাৎকারে ৷ বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রসঙ্গ তুলে রবিঠাকুরকে অপমান করে বসলেন নোবেল ! আর নোবেলের এই সাক্ষাৎ ঘিরেই এখন তুমুল তর্ক-বিতর্ক দু’দেশেই ৷
সাক্ষাৎকারে তা ঠিক কী বলেছিলেন নোবেল ?
বাংলাদেশের এক লাইভ সাক্ষাৎকারে অন্যান্য কথাবার্তার মাঝে ওঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’ গানের কথা ৷ আর তখনই নোবেল বিতর্কীত মন্তব্য করে বসেন ৷ নোবেলের কথায়, ‘রবীন্দ্রনাথের লেখায় নয়, প্রিন্স মাহমুদের লেখায় আমার সোনার বাংলাকে বেশি ভালোভাবে তুলে ধরেছে। এই গানের সঙ্গেই জড়িয়ে রয়েছে বাংলাদেশের আবেগ। বাংলাদেশের সঙ্গে, বাংলার মানুষের সঙ্গে এই সোনার বাংলার যোগ অনেক বেশি ৷ এমনকী এই গানটিই বাংলাদেশের জাতীয় সংগীত হোক এমন দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে মিছিলও হয়েছিল৷’
advertisement
সারেগামের মঞ্চে বহুবারই প্রিন্স মাহমুদের সুর ও কথায় জেমসের গাওয়া গান করতে দেখা গিয়েছে নোবেলকে ৷ জেমসের কণ্ঠে গাওয়া ‘বাংলাদেশ’ গানটিও গেয়েছিলেন নোবেল ৷ হাবেভাবে সেই সব গানকেই জাতীয় সঙ্গীত মর্যাদা দেওয়ার ইঙ্গিত দেন বলে বিতর্ক উঠেছে নোবেলের বিরুদ্ধে ৷
advertisement
দেখুন সেই সাক্ষাৎকার---
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 02, 2019 3:17 PM IST