#ঢাকা: সারেগামাপা-এর দৌলতে বাংলাদেশের নোবেল এখন এপার বাংলাতেও চর্চিত নাম ৷ এমনকী, সৃজিত মুখোপাধ্যায়ের ‘ভিঞ্চি দা’ ছবিতেও বড়সড় ব্রেক পেয়েছেন নোবেল ৷ ওপার বাংলার সঙ্গে সঙ্গে, তাঁর গানে মুগ্ধ হয়েছেন এপার বাংলার অসংখ্য মানুষও ৷ সেই নোবেলই এবার ফাউল করে বসলেন একটি সাক্ষাৎকারে ৷ বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রসঙ্গ তুলে রবিঠাকুরকে অপমান করে বসলেন নোবেল ! আর নোবেলের এই সাক্ষাৎ ঘিরেই এখন তুমুল তর্ক-বিতর্ক দু’দেশেই ৷
সাক্ষাৎকারে তা ঠিক কী বলেছিলেন নোবেল ?
বাংলাদেশের এক লাইভ সাক্ষাৎকারে অন্যান্য কথাবার্তার মাঝে ওঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’ গানের কথা ৷ আর তখনই নোবেল বিতর্কীত মন্তব্য করে বসেন ৷ নোবেলের কথায়, ‘রবীন্দ্রনাথের লেখায় নয়, প্রিন্স মাহমুদের লেখায় আমার সোনার বাংলাকে বেশি ভালোভাবে তুলে ধরেছে। এই গানের সঙ্গেই জড়িয়ে রয়েছে বাংলাদেশের আবেগ। বাংলাদেশের সঙ্গে, বাংলার মানুষের সঙ্গে এই সোনার বাংলার যোগ অনেক বেশি ৷ এমনকী এই গানটিই বাংলাদেশের জাতীয় সংগীত হোক এমন দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে মিছিলও হয়েছিল৷’
সারেগামের মঞ্চে বহুবারই প্রিন্স মাহমুদের সুর ও কথায় জেমসের গাওয়া গান করতে দেখা গিয়েছে নোবেলকে ৷ জেমসের কণ্ঠে গাওয়া ‘বাংলাদেশ’ গানটিও গেয়েছিলেন নোবেল ৷ হাবেভাবে সেই সব গানকেই জাতীয় সঙ্গীত মর্যাদা দেওয়ার ইঙ্গিত দেন বলে বিতর্ক উঠেছে নোবেলের বিরুদ্ধে ৷
দেখুন সেই সাক্ষাৎকার---
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangladesh singer, Nobel, Rabindranath Tagore, Singer