মোবাইলের ভিডিও-তে ধরা পড়ল UFO! অল্পের জন্য সংঘর্ষের থেকে বাঁচল বিমান

Last Updated:

অবতরণের ঠিক আগের মুহূর্তে বিমানের প্রায় ডানা ঘেঁষে প্রবল গতিতে বেরিয়ে গেল সাদা আলোকরশ্মি৷ ধাক্কা লাগলে ঘটে যেতে পারত বিরাট দুর্ঘটনা৷ সিঙ্গাপুর এয়ারলাইন্সের এক যাত্রী তাঁর মোবাইলে যে ভিডিও শ্যুট করেছেন, সেখানে ঠিক এই ঘটনাটিই ফুটে উঠেছে৷

#সিঙ্গাপুর: অবতরণের ঠিক আগের মুহূর্তে বিমানের প্রায় ডানা ঘেঁষে প্রবল গতিতে বেরিয়ে গেল সাদা আলোকরশ্মি৷ ধাক্কা লাগলে ঘটে যেতে পারত বিরাট দুর্ঘটনা৷
সিঙ্গাপুর এয়ারলাইন্সের এক যাত্রী তাঁর মোবাইলে যে ভিডিও শ্যুট করেছেন, সেখানে ঠিক এই ঘটনাটিই ফুটে উঠেছে৷ বিশেষজ্ঞরা বলছেন এটি কোনও ভাবেই ড্রোন বা পাখি নয়, তাহলে কি UFO! নিউজ 18 বাংলা এই ভিডিও-র সত্যতা যাচাই করে দেখেনি৷ একটি ভাইরাল ভিডিও-র ভিত্তিতেই এই প্রতিবেদন৷
https://youtu.be/Z7RtbL_aUPg
advertisement
গত ১৭ জানুয়ারির ঘটনা এটি৷ বিমানটি সুইজারল্যান্ডের জুরিক বিমানবন্দরে অবতরণ করার আগের মুহূর্তে ভিডিওটি রেকর্ড করা হয়৷ যিনি এই ঘটনা চাক্ষুস করার পরে বিমানের অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন৷ যদিও পাইলট সুরক্ষাবিধি মেনে সকল যাত্রীকে শান্ত থাকার অনুরোধ করেন৷ কিছুদিন আগে হাওয়াই দ্বীপের ওয়াহুর ওপর একটি নীল বস্তুকে রাতের আকাশে চক্কর কাটতে দেখা গিয়েছিল,পরে সেটি সমুদ্রে অদৃশ্য হয়ে যায়৷
advertisement
Unidentified flying object (UFO) নিয়ে আলোচনা দীর্ঘদিন ধরেই চলে আসছে৷ কেউ এর অস্তিত্ব স্বীকার করেন, কেউ বা উড়িয়ে দেন৷ দেখতে গেলে ভিন গ্রহের এই মহাকাশযান নিয়ে আলোচনা প্রায় অন্তহীন৷ 
বাংলা খবর/ খবর/বিদেশ/
মোবাইলের ভিডিও-তে ধরা পড়ল UFO! অল্পের জন্য সংঘর্ষের থেকে বাঁচল বিমান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement