Singapore Airlines Turbulence Video: এক ঝটকায় ৬০০০ ফুট নীচে! সিঙ্গাপুরগামী বিমানের ভিতরে ঠিক কী ঘটেছিল? লন্ডভন্ড-রক্তাক্ত কেবিন, মৃত্যু... দুর্ঘটনার মুহূর্তের ভিডিও

Last Updated:

Singapore Airlines Turbulence Video: ঝোড়ো আবহাওয়ার জেরে তীব্র ঝাঁকুনিতে আন্দামান সাগরের উপর থাকাকালীনই মাত্র পাঁচ মিনিটের মধ্যে প্রায় ১৮০০ মিটার (৬০০০ ফুট)-এরও বেশি নেমে গিয়েছিল লন্ডন-সিঙ্গাপুর উড়ানটি।

এক ঝটকায় ৬০০০ ফুট নীচে! সিঙ্গাপুরগামী বিমানের ভয়ানক ভিডিও দেখুন, রক্তাক্ত কেবিন!
এক ঝটকায় ৬০০০ ফুট নীচে! সিঙ্গাপুরগামী বিমানের ভয়ানক ভিডিও দেখুন, রক্তাক্ত কেবিন!
মাঝ আকাশে প্রবল বিপত্তি। ঝোড়ো আবহাওয়ার জেরে তীব্র ঝাঁকুনিতে আন্দামান সাগরের উপর থাকাকালীনই মাত্র পাঁচ মিনিটের মধ্যে প্রায় ১৮০০ মিটার (৬০০০ ফুট)-এরও বেশি নেমে গিয়েছিল লন্ডন-সিঙ্গাপুর উড়ানটি। যার জেরে প্রাণ হারিয়েছেন ১ জন। আর জখম হয়েছেন বহু যাত্রী। মঙ্গলবার সিঙ্গাপুর এয়ারলাইন্সের তরফে এই তথ্য জানানো হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে জানা যাচ্ছে যে, যখন বিমানটি আন্দামান সাগরের উপর দিয়ে যাচ্ছিল, তখন কিছু বুঝে ওঠার আগেই এক ঝটকায় সেটি ৬০০০ ফুটেরও বেশি নীচে নেমে গিয়েছিল। এরপর অবিলম্বে উড়ানটিকে ব্যাঙ্ককের অভিমুখে ঘুরিয়ে দেওয়া হয়। আহত যাত্রীদের সাহায্য করতে ছুটে গিয়েছিলেন এমার্জেন্সি বিমানকর্মীরা।
advertisement
advertisement
উড়ানটি যখন জোর ঝাঁকুনির মুখে পড়েছিল, সেই মুহূর্তের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে যে, বিমানের কেবিনটিতে ভয়ঙ্কর ভাবে ঝাঁকুনি হচ্ছে। আতঙ্কিত হয়ে রয়েছেন যাত্রীরা। তাঁরা কোনওক্রমে নিজেদের আসন শক্ত করে ধরে রেখে আপ্রাণ বাঁচার চেষ্টা করে যাচ্ছেন।
advertisement
এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ওই প্রবল ঝাঁকুনির পরে উড়ানটির ভিতরের অংশের কিছু দৃশ্য ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, এর জেরে বিমানটির কেবিন রীতিমতো তছনছ হয়ে গিয়েছে। রয়েছে অক্সিজেন মাস্কও। এমনকী জখম এক বিমানকর্মীর ছবিও ছড়িয়ে পড়েছে।
একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ওই বিমান সংস্থা জানিয়েছে যে, বোয়িং ৭৭৭-৩০০ইআর-এ ছিলেন মোট ২১১ জন যাত্রী এবং ১৮ জন বিমানকর্মী। ওই বিমানটি ব্যাঙ্ককে দুপুর ৩টে ৪৫ মিনিট নাগাদ অবতরণ করেছে।
advertisement
advertisement
বিমান সংস্থার তরফে জানানো হয়েছে যে, মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। সেই সঙ্গে তারা আরও জানিয়েছে যে, “প্রয়োজনীয় মেডিক্যাল সহযোগিতা প্রদান করার জন্য থাইল্যান্ডে আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছি। এমনকী অতিরিক্ত সহায়তা প্রদান করার জন্য আমরা একটি দলকে ব্যাঙ্ককে পাঠিয়েছি।”
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Singapore Airlines Turbulence Video: এক ঝটকায় ৬০০০ ফুট নীচে! সিঙ্গাপুরগামী বিমানের ভিতরে ঠিক কী ঘটেছিল? লন্ডভন্ড-রক্তাক্ত কেবিন, মৃত্যু... দুর্ঘটনার মুহূর্তের ভিডিও
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement