Singapore Airlines Turbulence Video: এক ঝটকায় ৬০০০ ফুট নীচে! সিঙ্গাপুরগামী বিমানের ভিতরে ঠিক কী ঘটেছিল? লন্ডভন্ড-রক্তাক্ত কেবিন, মৃত্যু... দুর্ঘটনার মুহূর্তের ভিডিও
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Singapore Airlines Turbulence Video: ঝোড়ো আবহাওয়ার জেরে তীব্র ঝাঁকুনিতে আন্দামান সাগরের উপর থাকাকালীনই মাত্র পাঁচ মিনিটের মধ্যে প্রায় ১৮০০ মিটার (৬০০০ ফুট)-এরও বেশি নেমে গিয়েছিল লন্ডন-সিঙ্গাপুর উড়ানটি।
মাঝ আকাশে প্রবল বিপত্তি। ঝোড়ো আবহাওয়ার জেরে তীব্র ঝাঁকুনিতে আন্দামান সাগরের উপর থাকাকালীনই মাত্র পাঁচ মিনিটের মধ্যে প্রায় ১৮০০ মিটার (৬০০০ ফুট)-এরও বেশি নেমে গিয়েছিল লন্ডন-সিঙ্গাপুর উড়ানটি। যার জেরে প্রাণ হারিয়েছেন ১ জন। আর জখম হয়েছেন বহু যাত্রী। মঙ্গলবার সিঙ্গাপুর এয়ারলাইন্সের তরফে এই তথ্য জানানো হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে জানা যাচ্ছে যে, যখন বিমানটি আন্দামান সাগরের উপর দিয়ে যাচ্ছিল, তখন কিছু বুঝে ওঠার আগেই এক ঝটকায় সেটি ৬০০০ ফুটেরও বেশি নীচে নেমে গিয়েছিল। এরপর অবিলম্বে উড়ানটিকে ব্যাঙ্ককের অভিমুখে ঘুরিয়ে দেওয়া হয়। আহত যাত্রীদের সাহায্য করতে ছুটে গিয়েছিলেন এমার্জেন্সি বিমানকর্মীরা।
Grim footage from the Singapore Airlines Boeing 777 flight from London to SG. Passengers were flung to the ceiling when it experienced a 7,000 ft drop. pic.twitter.com/iqsefWFELG
— Ian Miles Cheong (@stillgray) May 21, 2024
advertisement
advertisement
উড়ানটি যখন জোর ঝাঁকুনির মুখে পড়েছিল, সেই মুহূর্তের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে যে, বিমানের কেবিনটিতে ভয়ঙ্কর ভাবে ঝাঁকুনি হচ্ছে। আতঙ্কিত হয়ে রয়েছেন যাত্রীরা। তাঁরা কোনওক্রমে নিজেদের আসন শক্ত করে ধরে রেখে আপ্রাণ বাঁচার চেষ্টা করে যাচ্ছেন।
advertisement
এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ওই প্রবল ঝাঁকুনির পরে উড়ানটির ভিতরের অংশের কিছু দৃশ্য ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, এর জেরে বিমানটির কেবিন রীতিমতো তছনছ হয়ে গিয়েছে। রয়েছে অক্সিজেন মাস্কও। এমনকী জখম এক বিমানকর্মীর ছবিও ছড়িয়ে পড়েছে।
একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ওই বিমান সংস্থা জানিয়েছে যে, বোয়িং ৭৭৭-৩০০ইআর-এ ছিলেন মোট ২১১ জন যাত্রী এবং ১৮ জন বিমানকর্মী। ওই বিমানটি ব্যাঙ্ককে দুপুর ৩টে ৪৫ মিনিট নাগাদ অবতরণ করেছে।
advertisement
Aftermath of Singapore Airlines flight 321 from London to Singapore which had to divert to Bangkok due to severe turbulence. One death passenger and several injured. Blood everywhere, destroyed cabin. #singaporeairlines #sq321 pic.twitter.com/C2FgrVt9yv
— Josh Cahill (@gotravelyourway) May 21, 2024
advertisement
বিমান সংস্থার তরফে জানানো হয়েছে যে, মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। সেই সঙ্গে তারা আরও জানিয়েছে যে, “প্রয়োজনীয় মেডিক্যাল সহযোগিতা প্রদান করার জন্য থাইল্যান্ডে আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছি। এমনকী অতিরিক্ত সহায়তা প্রদান করার জন্য আমরা একটি দলকে ব্যাঙ্ককে পাঠিয়েছি।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 22, 2024 1:30 PM IST


