Shakira Viral Video: গান গেয়ে মন মাতাচ্ছিলেন শাকিরা, হঠাৎই দর্শকরা তাঁর পোশাকের বিশেষ অ্যাঙ্গেল থেকে ভিডিও করতে শুরু করে...তারপর
- Published by:Debalina Datta
- trending desk
Last Updated:
Shakira Viral Video: মঞ্চ মাতাতে মাতাতেই দর্শকদের অশ্লীল আচরণের শিকার; রাগে-ক্ষোভে মঞ্চ ছেড়ে বেরিয়ে গেলেন শাকিরা
মায়ামি: মঞ্চ মাতাতে এসেছিলেন আন্তর্জাতিক তারকা শাকিরা। কিন্তু কিছু দর্শকের অসভ্যতার কারণে রাগে-ক্ষোভে মঞ্চ ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। কিন্তু ঠিক কী হয়েছিল?
আসলে ‘হিপস ডোন্ট লাই’ তারকা LIV Miami-তে যোগ দিয়েছিলেন। তাঁর নতুন মুক্তিপ্রাপ্ত গান ‘Soltera’-য় মঞ্চ মাতানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল শাকিরাকে। সেই গানের তালে মঞ্চ মাতাচ্ছিলেন তিনি। কিন্তু আচমকা তিনি লক্ষ্য করেছিলেন যে, দর্শকাসনে থাকা কয়েকজন তাঁর পোশাকের ছবি তুলছেন। তাঁদের সাবধানও করেছিলেন শাকিরা।
কিন্তু তাতে কর্ণপাত করেননি দর্শকরা। এরপর নিজের সুরক্ষার জন্য বারবার পোশাক টেনে ঠিক করতে দেখা যায় শাকিরাকে। যদিও হাসিমুখেই থাকার চেষ্টা করছিলেন আন্তর্জাতিক তারকা। তবে দর্শকদের নিয়ে একেবারেই সন্তুষ্ট ছিলেন না তিনি। অবশেষে রাগে-ক্ষোভে মঞ্চ ছেড়ে বেরিয়ে যান শাকিরা। তাঁর মেজাজ হারানোর মুহূর্তের ভিডিও আপাতত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
advertisement
দেখে নিন ভাইরাল ভিডিও
Shakira leaves the stage after people were filming under her dress whilst she was dancing to her new single. People are GROSS. pic.twitter.com/AxlBw6yFZL
— FEIM (@FeimM_) September 15, 2024
advertisement
অনলাইনে প্রচুর মানুষ ওই দর্শকাসনে থাকা মানুষদের কড়া সমালোচনা করেছেন। এমনকী তাঁদের অভব্য আচরণের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। একজন মন্তব্য করেছেন যে, “এটা সত্যিই খুবই হতাশাজনক আচরণ। মঞ্চে এবং মঞ্চের বাইরে শিল্পীদেরও সম্মান আর গোপনীয়তা প্রাপ্য। প্রত্যেকের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” অন্য এক নেটাগরিক আবার লিখেছেন যে, “যাঁরা এমন ভিডিও করছিলেন, তাঁদের যৌন নিগ্রহের দায়ে গ্রেফতার করা উচিত।”
advertisement
তৃতীয় নেটাগরিক লিখেছিলেন, “এটা তো অশ্লীলতারও উর্ধ্বে। মঞ্চ ছেড়ে বেরিয়ে যাওয়ার অধিকার রয়েছে শাকিরার। এই ধরনের অসম্মানের মুখে কারওই পড়া উচিত নয়, বিশেষ করে যখন তিনি নিজের গানে পারফর্ম করছেন। প্রাথমিক ভদ্রতা বজায় রেখে কাজ করার পদ্ধতি শেখা উচিত মানুষের।”
তবে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি শাকিরার। প্রসঙ্গত, মাস কয়েক আগে ব্রেক-আপের কারণে সংবাদ শিরোনামে ছিলেন এই আন্তর্জাতিক গায়িকা। প্রায় ১১ বছর একসঙ্গে পথ চলা তাঁদের। সম্পর্কে থাকাকালীন দুই সন্তানও হয়েছে ওই প্রাক্তন জুটির – ১১ বছর বয়সী পুত্র মিলান এবং ৯ বছর বয়সী পুত্র সাশা। ২০২২ সালে পথ আলাদা হয়েছিল শাকিরা এবং জেরার্ডের। অভিযোগ, জেরার্ড প্রতারণা করেছেন শাকিরার সঙ্গে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 17, 2024 4:01 PM IST