Saudi Arabia Pakistan Defence Agreement: ভারত- পাকিস্তান যুদ্ধ বাঁধলে কি আসরে নামবে সৌদি আরব? নতুন চুক্তির পর বিশ্ব জুড়ে শোরগোল
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
দীর্ঘ কয়েক দশক ধরেই পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে অলিখিত সামরিক বোঝাপড়া ছিল৷ এবার তা চুক্তিতে পরিণত হল৷
পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে সৌদি আরব৷ আর এই চুক্তির পরই বিশ্ব রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে৷ কারণ চুক্তির শর্ত অনুযায়ী, পাকিস্তানের উপরে যদি কোনও দেশ হামলা চালায়, তাহলে সেই হামলাকে নিজেদের উপরেই হামলা বলে ধরে নেবে সৌদি আরব৷ অথবা সৌদি আরব আক্রান্ত হলে পাকিস্তানও সেই হামলাকে নিজেদের উপরে হামলা বলেই ধরবে৷
চুক্তির এই শর্ত সামনে আসার পর থেকেই বিশ্ব রাজনীতিতে যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে তা হল, ভবিষ্যতে ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাত শুরু হলে কি ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করবে সৌদি আরব?
আন্তর্জাতিক সম্পর্ক এবং ভূরাজনৈতিক বিশেষজ্ঞরা অবশ্য দাবি করছেন, বিষয়টি এতটাও সহজ নয়৷ বরং এই চুক্তি যতটা না ভারতকে উদ্দেশ্য করে, তার থেকেও অনেক বেশি করে ইজরায়েলকে বার্তা দেওয়ার জন্য৷ ইসমাবাদ অবশ্য এই চুক্তিকে নিজেদের বড় কূটনৈতিক জয় এবং ভারতের বিরুদ্ধে সামরিক ভাবে নিজেদের শক্তিবৃদ্ধি হিসেবেই দেখছে৷
advertisement
advertisement
দীর্ঘ কয়েক দশক ধরেই পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে অলিখিত সামরিক বোঝাপড়া ছিল৷ এবার তা চুক্তিতে পরিণত হল৷
তবে ইসলামাবাদ যতই উল্লসিত হোক না কেন, সৌদি আরব অবশ্য স্পষ্ট করে দিয়েছে, এই চুক্তির ফলে ভারতের সঙ্গে তাঁদের সুদৃঢ় সম্পর্কে কোনও চিড় ধরবে না৷ সৌদি আরব বরং দাবি করেছে, ভারতের সঙ্গে তাদের সম্পর্ক এখন সবথেকে বেশি সুদৃঢ় হয়েছে৷ সৌদি আরবের বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা করার উপরেই ভবিষ্যতে আরও জোর দেবে তারা৷ পাকিস্তানের সঙ্গে এই চুক্তি নির্দিষ্ট কোনও দেশ অথবা ঘটনার পরিপ্রেক্ষিতে নয় বলেও দাবি করা হয়েছে৷
advertisement
বিশেষজ্ঞরা বলছেন, যে দেশগুলির সঙ্গে ভারতের বাণিজ্যিক লেনদেন সবথেকে বেশি, তার মধ্যে চতুর্থ স্থানে রয়েছে সৌদি আরব৷ আবার সৌদি আরবের দিক দিয়ে দেখলে, তারা সবথেকে বেশি যে দেশগুলিতে পণ্য রফতানি করে তাতে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত৷ ২০২৪-২৫ আর্থিক বর্ষে দু দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেনের পরিমাণ ছিল ৪১.৮৮ বিলিয়ন মার্কিন ডলার৷ অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের বাণিজ্যিক লেনদেনের পরিমাণ ৩-৪ বিলিয়ন মার্কিন ডলার৷ ফলে পাকিস্তানের স্বার্থরক্ষা করতে গিয়ে রিয়াধ নয়াদিল্লিকে চটাবে, এমন সম্ভাবনা ক্ষীণ৷
advertisement
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা দাবি করছেন, যেভাবে কিছুদিন আগেই ইজরায়েল কাতারে হামলা চালিয়েছে, তার পর ইজরায়েলের রোষে পড়ার আশঙ্কায় ভুগছে আরব এবং উপসাগরীয় দেশগুলি৷ আবার ওই অঞ্চলের একমাত্র পরমাণু শক্তিধর দেশ ইজরায়েল৷ তাই পরমাণু শক্তিধর পাকিস্তানের সঙ্গে চুক্তি করে সৌদি আরব ইজরায়েলকেই বার্তা দিল বলে মনে করা হচ্ছে৷
সৌদি আরব এবং পাকিস্তানের চুক্তি নিয়ে সাবধানী প্রতিক্রিয়া দিয়েছে ভারতও৷ নয়াদিল্লি জানিয়েছে, দীর্ঘদিন ধরে দু দেশের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে চলা প্রক্রিয়াই এবার কাগজে কলমে চুক্তিতে পরিণত হল৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 18, 2025 4:23 PM IST