S Jaishankar: খালেদার ‘জানাজা’য় যোগ দিতে ঢাকায় জয়শংকর, স্বাগত জানালেন বাংলাদেশের বিদেশ সচিব! সফরের তাৎপর্য বিরাট
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
S Jaishankar: এস জয়শঙ্করের আজ বিকেলেই নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
ঢাকা: বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বাংলাদেশে পৌঁছে প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে ভারতের প্রতিনিধিত্ব করবেন। জয়শঙ্করের সঙ্গে একটি ভারতীয় সরকারি প্রতিনিধি দলও ঢাকায় গিয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ এস জয়শঙ্কর ভারতীয় বিমানবাহিনীর বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান।
ভারতের বিদেশমন্ত্রী বাংলাদেশ বিমানবাহিনীর বাশার ঘাঁটিতে এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সচিব (আন্তসরকারি সংস্থা ও কনস্যুলারবিষয়ক) এম ফরহাদ হোসেন। এস জয়শঙ্করের আজ বিকেলেই নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
advertisement
advertisement
বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ ও পুরো মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। আজ বেলা ২টায় তাঁর জানাজা হওয়ার কথা। এরপর খালেদা জিয়াকে শেষকৃত্য সম্পন্ন হবে। প্রসঙ্গত, খালেদা জিয়া গত মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
advertisement
এই পরিস্থিতিতে জয়শঙ্করের এই সফরটি বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের উপর হামলা এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতাদের ভারত-বিরোধী মন্তব্যের প্রেক্ষাপটে, জয়শঙ্করের ঢাকায় যাওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি লিখেছেন, “খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন ও ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।”
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 31, 2025 1:44 PM IST










