Vladimir Putin : ১০ টি করে সন্তানের জন্ম দিতে হবে রুশ মহিলাদের! প্রেসিডেন্ট পুতিনের এবার নতুন দাওয়াই
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Vladimir Putin offers 13 lakhs for women each giving birth to 10 children. ১০ টি করে সন্তানের জন্ম দিতে হবে রুশ মহিলাদের! প্রেসিডেন্ট পুতিনের এবার নতুন দাওয়াই
#মস্কো: শুনলে অবাক লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। রাশিয়ায় আগামী পাঁচ বছরে নাকি জনসংখ্যা অর্ধেক হয়ে যেতে পারে। এমনটাই দেখা গিয়েছে ইউনাইটেড নেশনসের গোপন রিপোর্ট। কোভিড অতিমারীর পরেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে রাশিয়া (Russia)। মূলত এই দুটি কারণেই সেদেশের জনসংখ্যা ব্যাপক ভাবে কমে গিয়েছে।
আরও পড়ুন - China vs Taiwan : চূড়ান্ত প্রস্তুতি যুদ্ধের! চিনের জে ২০ যুদ্ধবিমানের জন্য প্রস্তুত তাইওয়ানের এফ ১৬ ভি
এবার অন্তত দশটি করে সন্তানের জন্ম দিতে হবে রুশ মহিলাদের। সেই কাজের ‘পুরস্কার’ হিসাবে কিছু টাকা দেওয়া হবে ওই মহিলাদের। জানা গিয়েছে, গোটা পরিকল্পনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) স্বয়ং। রাশিয়াকে জনবহুল করে তুলতেই নয়া দাওয়াই পুতিনের।
advertisement
Faced with a worrisome decline in Russia’s population, President Vladimir Putin this week revived a Soviet-era award launched in 1944, to encourage Russians to supersize their families.https://t.co/iuoACfTPEx
— The Washington Post (@washingtonpost) August 17, 2022
advertisement
তবে এই প্রকল্প ঘিরে যথেষ্ট উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। ঠিক কী পরিকল্পনা করেছে রাশিয়া? সেদেশের নিরাপত্তা বিশেষজ্ঞ জেনি ম্যাথার্স জানিয়েছেন, দশটি সন্তানের জন্ম দিতে হবে প্রত্যেক রুশ মহিলাকে। তাঁর দশম সন্তানের এক বছর বয়স হওয়ার পরেই এককালীন টাকা দেওয়া হবে সরকারের তরফ থেকে।
advertisement
তবে আর্থিক সহায়তা পাওয়ার অন্যতম প্রধান শর্ত, প্রত্যেকটি সন্তানকে সুস্থ এবং জীবিত থাকতে হবে। সব বিষয় খতিয়ে দেখে এক মিলিয়ন রুবল দেওয়া হবে রুশ সরকারের পক্ষ থেকে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় তেরো লক্ষ টাকা। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে মাদার হেরোইন।
জানা গিয়েছে, রাশিয়ায় কোভিড আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তার পাশাপাশি ইউক্রেনের সঙ্গে যুদ্ধে (Russia-Ukraine War) জড়িয়ে অন্তত পঞ্চাশ হাজার রুশ সেনার মৃত্যু হয়েছে। পুতিনের মতে, যেসব মানুষের পরিবার খুব বড়, তারাই প্রকৃত দেশপ্রেমিক। জেনি আরও জানিয়েছেন, ১৯৯০ সালের পর থেকেই রাশিয়ার জনসংখ্যার বৃদ্ধি সেভাবে হচ্ছে না।
advertisement
তাই রুশ সরকার মরিয়া হয়ে চেষ্টা করছে যেন দেশের জনসংখ্যা বাড়ানো যায়। এই প্রকল্প সফল হবে বলেই অনুমান করছেন রুশ বিশেষজ্ঞরা। তিনি বলেছেন, এই প্রকল্পের ফলে রুশ মহিলারা উৎসাহ পাবেন। অধিক সংখ্যায় সন্তানের জন্ম দিয়ে দেশের প্রতি অবদান রাখবেন তাঁরা।
কিন্তু প্রশ্ন উঠছে, মাত্র তেরো লক্ষ টাকা দিয়ে কি দশটি সন্তানকে প্রতিপালন করা সম্ভব? এমনিতেই যুদ্ধের ফলে রুশ অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়েছে। তারপরে এতগুলি সন্তানের ভরণপোষণ কীভাবে সম্ভব? তাছাড়াও শারীরিকভাবে একজন মহিলার পক্ষে কি সম্ভব এতগুলি সন্তানের জন্ম দেওয়া?
advertisement
পুতিন অবশ্য জানিয়ে দিয়েছেন যে মহিলা এতগুলো সন্তানের জন্ম দেবেন তাদের রুশ সেনার পক্ষ থেকেও সব রকম আর্থিক এবং মেডিকেল সুবিধে দেওয়া হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 18, 2022 4:08 PM IST