Home /News /international /
কেমন দেখতে প্রিন্সেস ডায়নার ছোট নাতিকে ?

কেমন দেখতে প্রিন্সেস ডায়নার ছোট নাতিকে ?

Photo Courtesy: Twitter Handle/Kensington Palace

Photo Courtesy: Twitter Handle/Kensington Palace

প্রায় ২ সপ্তাহ পর প্রাকাশ্যে এল প্রিন্স লুইসের ছবি ৷ ব্রিটেনের রাজবংশের নতুন সদস্য সে ৷ উইলিয়াম এবং কেটের তৃতীয় সন্তান ৷ ২৩ এপ্রিল জন্ম হয় লুইসের ৷

  • Share this:
    #লন্ডন: প্রায় ২ সপ্তাহ পর প্রাকাশ্যে এল প্রিন্স লুইসের ছবি ৷ ব্রিটেনের রাজবংশের নতুন সদস্য সে ৷ উইলিয়াম এবং কেটের তৃতীয় সন্তান ৷ ২৩ এপ্রিল জন্ম হয় লুইসের ৷ টুইটারে বাবা-মায়ের সঙ্গে এর আগে সামনে এসেছে ছোট লুইসের ছবি ৷তবে এবার মা কেট মিডিলটন নিজেই ছেলের ছবি টুইট করলেন ৷ ছবিগুলো তোলা হয়েছে উইলিয়া-কেটের বাড়ি কেনসিংটন প্যালেসে ৷ একটি ছবি তোলা হয়েছে বোন শার্লটের দু বছরের জন্মদিনেই ৷ ছোট ভাইকে পেয়ে শার্লট যে বেজায় খুশি, আদরের ছবি দেখে সেটা বেশ বোঝা যাচ্ছে ৷ অন্য ছবিটিতে লুইস মাত্র ৩দিনের ৷ রাজপ্রাসাদে এখন শুধুই আনন্দের ছোঁয়া ৷ কারণ এরপরই হতে চলেছে প্রিন্স হ্যারি এবং মগহন মর্কালের বিয়ে ৷ রাজকীয় সেই বিয়ের অপেক্ষায় সকলেই ৷ আরও পড়ুন শান্তিনিকেতনে মোদি-হাসিনা সাক্ষাতের সম্ভবনা প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের তৃতীয় সন্তান প্রিন্স লুইস অর্থার চার্লস ৷ তাদের প্রথম সন্তান প্রিন্স জর্জ এবং দ্বিতীয় সন্তান প্রিন্সেস শার্লট ৷ ছোট ভাই এবং বোনকে ছবিতে দেখা গেলেও , বড় ভাইকে দেখা যায়নি ৷ আশা করা যায় পরবর্তী ছবিতে তিন ভাইবোনকে একসঙ্গে দেখা যাবে ৷
    First published:

    Tags: British Royal Family, Kate Middleton, Prince louis, Prince williams

    পরবর্তী খবর