গঙ্গা-যমুনায় ভেসে বেড়াচ্ছে পচা-গলা মৃতদেহ! ‘অদ্ভুত দুনিয়া’ Tweet করলেন তসলিমা নাসরিন

Last Updated:

দেশবাসীর অন্তরাত্মা পর্যন্ত বারংবার কেঁপে উঠেছে এমন মর্মান্তিক ছবি দেখে । গঙ্গায় ভাসছে পচা, গলা দেহ । কোনওটা আবার অর্ধেক পোড়া ।

তসলিমা
তসলিমা
#পটনা: পচা, গলা মৃতদেহের সারি - বিহারের বক্সারের কাছে গঙ্গায় এই দৃশ্য দেখে এলাকায় মারাত্মক আতঙ্কের সৃষ্টি হয়েছে ৷ দেশে করোনা সংক্রমণ কতটা মারাত্মক গভীরে এবং কতটা সুবিস্তৃত হয়েছে এ দিনের এই ছবি তারই প্রমাণ ৷ একটি -দু’টি নয়, চল্লিশটিরও বেশি এরকম পচা গলা, কোনওটা অর্ধদগ্ধ শরীর গঙ্গার জলে ভাসমান অবস্থায় দেখে শিউরে উঠছেন সকলে ৷ বিহারের উত্তরপ্রদেশ সংলগ্ন সীমানার কাছে চাউসা টাউনের ঘটনা এটি ৷
গতকাল থেকেই দেশবাসীর অন্তরাত্মা পর্যন্ত বারংবার কেঁপে উঠেছে এমন মর্মান্তিক ছবি দেখে । গঙ্গায় ভাসছে পচা, গলা দেহ । কোনওটা আবার অর্ধেক পোড়া । স্থানীয় প্রশাসনের অনুমান, এই মৃতদেহ গুলি উত্তর প্রদেশ থেকে ভেসে এসেছে ৷ প্রশাসনের ধারণা, বিভিন্ন কোভিড আক্রান্তদের মৃতদেহ যা তাঁদের পরিবার দাহ করতে কিম্বা শেষকৃত্য করতে পারেননি, তাঁরাই নিজের পরিজনের মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে দিয়েছেন ৷
advertisement
গঙ্গা, যমুনায় এমন মৃতদেহের সারি দেখে এ বার মুখ খুললেন বাংলাদেশের বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিন । সদ্যই কোভিডে আক্রান্ত হয়েছেন তিনি । গোটা একটা বছর বাড়ির মধ্যে থেকেও করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিজেই জানিয়েছিলেন সে কথা । বাড়িতেই তিনি নিভৃতবাসে রয়েছেন । বাড়িতে বসেই সংবাদ মাধ্যমের পাতায় গঙ্গা-যমুনার ভয়াবহ চিত্র দেখে শিউরে উঠেছেন তিনি । ট্যুইট করে নিজের উদ্বেগের কথাও জানিয়েছেন তসলিমা । লিখেছেন, ‘‘ডজন ডজন দেহ গঙ্গা-যমুনায় ভেসে বেড়াচ্ছে । সত্যিই অদ্ভুত এক দুনিয়ায় বাস করছি আমরা ।’’
advertisement
advertisement
বিহারের যে গ্রামে ওই মৃতদেহ গুলি দেখা গিয়েছে, সেই চাউসা জেলার জেলা আধিকারিক অশোক কুমার জানিয়েছেন, ‘‘৪০-৪৫টি মৃতদেহ ভাসছিল৷’’ তবে স্থানীয় মানুষের কথায় একশো-র কাছাকাছি মৃতদেহও থাকতে পারে ৷ আরেক আধিকারিক কেকে উপাধ্যায় জানিয়েছেন, ‘‘এই পচা গলা দেহগুলি অন্তত পাঁচ দিন থেকে সাতদিন আগে নদীতে ভাসানো হয়েছিল৷’’ তিনি জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে৷ উত্তরপ্রদেশ থেকেই এই মৃতদেহ ভাসানো হয়েছে বলে তাঁরা নিশ্চিত৷ তাঁদের ধারণা বারাণসী কিম্বা এলাহাবাদ থেকে এই দেহ ভাসানো হয়েছে৷
advertisement
এর আগে উত্তরপ্রদেশের হামিরপুরের যমুনাতেও প্রচুর পচা গলা মৃতদেহ ভাসতে দেখা গিয়েছিল ।
বাংলা খবর/ খবর/বিদেশ/
গঙ্গা-যমুনায় ভেসে বেড়াচ্ছে পচা-গলা মৃতদেহ! ‘অদ্ভুত দুনিয়া’ Tweet করলেন তসলিমা নাসরিন
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement