ব্রিটেনের অর্থমন্ত্রীর পদে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাই ঋষি সুনক

Last Updated:

ফের এক ভারতীয় বংশোদ্ভুত ব্রিটেনের প্রশাসনিক শীর্ষ পদে বসলেন৷ এবার অর্থ মন্ত্রকের দায়িত্ব নিতে চলেছেন ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাই ঋষি সুনক ৷

#নয়া দিল্লি: ফের এক ভারতীয় বংশোদ্ভুত ব্রিটেনের প্রশাসনিক শীর্ষ পদে বসলেন৷ এবার অর্থ মন্ত্রকের দায়িত্ব নিতে চলেছেন ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাই ঋষি সুনক ৷ কেতাবি ভাষায় ব্রিটেনের অর্থ মন্ত্রকের দায়িত্ব প্রাপ্ত যে পদ তাকে বলা হয়, ‘চ্যান্সেলর অফ এক্সচেকার’৷ এই পদাধিকারি সাধারণত সরকারের অর্থমন্ত্রীর সমান দায়িত্ব সামলান৷ সেই পদেই বসানো হল ঋষি শৌনককে৷
মাত্র ৩৯ বছর বয়সে এই পদে হঠাৎ সুনকের বসার কারণটাও অদ্ভুত৷ ব্রিটেনের অর্থমন্ত্রী সাজিদ জাভিদ বৃহস্পতিবার পদ্যতাগ করার কথা ঘোষণা করার পরেই সুনককে এই পদে বসানোর কথা জানানো হয়৷ সাজিদ রাজনৈতিক মহলকে অবাক করে হঠাৎই পদত্যাগের কথাটা ঘোষণা করেন৷ এদিকে সামনেই বরিস জনসন মন্ত্রীসভার কঠিন পরীক্ষা রয়েছে৷ বার্ষিক বাজেটের আগে হাতে আছে মাত্র একমাস৷ তার আগেই হঠাৎ এই সিদ্ধান্ত নেন সাজিদ ৷ ওদিকে কদিন বাদেই বরিস জনসনের মন্ত্রীসভায় রদবদল করার কথা৷ তার অর্থমন্ত্রীর সরে যাওয়ার কারণ কী, তা নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে৷
advertisement
১৯৮০ সালের ১২ মে ঋষি সুনক সাদাম্টন, হ্যাম্পশায়রে জন্মগ্রহণ করেনম৷ যশবীর ও ঊষা সুনকের পুত্র ঋষির ঠাকুরদার জন্ম পাঞ্জাবে, ১৯৬০ সালে সেই পরিবার চলে যায় পূর্ব আফ্রিকা হয়ে ইংল্যান্ডে৷
advertisement
https://twitter.com/10DowningStreet/status/1227930006313226241?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1227930006313226241&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Fworld%2Frishi-sunak-narayan-murthys-son-in-law-appointed-britains-new-finance-minister-2500073.html
বাংলা খবর/ খবর/বিদেশ/
ব্রিটেনের অর্থমন্ত্রীর পদে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাই ঋষি সুনক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement