নোবেল শান্তি পুরস্কারের জন্য ইমরান খানের নাম প্রস্তাব করল পাকিস্তান সংসদ
Last Updated:
#ইসলামাবাদ: ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানের মুক্তিকে সামনে রেখে আন্তর্জাতিক স্তরে বাহবা কুড়নোর রাস্তায় হাঁটছে পাকিস্তান। এবার, ইমরান খানকে শান্তিতে নোবেল দেওয়ার দাবিতে প্রস্তাব জমা পড়ল পাকিস্তানের সংসদের সচিবালয়ে।
এই প্রস্তাব জমা দিয়েছেন ইমরান সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেন। আগামী বছর ইমরান খানকে নোবেল দেওয়ার দাবিতে সংশ্লিষ্ট কমিটির কাছে অনলাইনে আবেদনও করা হয়েছে। ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে ইমরানের ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে ওই প্রস্তাবে।
ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন ইমরান খান। তাঁর সক্রিয়তা ও দক্ষতায়দু’দেশের মধ্যে এমন উত্তেজনাকর পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে। দুই প্রতিবেশীর মধ্যে শান্তি ফেরাতে ইমরান খানের অসামান্য অবদানের জন্য তাঁকে নোবেল পুরস্কার দেওয়া যেতে পারে,এমনই দাবি পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেনের ।
advertisement
advertisement
পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সোমবার এই বিষয়টি আলোচনা হতে পারে পাক সংসদে। এমনকী প্রস্তাবের সমর্থনে সংখ্যাগরিষ্ঠতাও পেতে পারে তেহরিক-ই-ইনসাফি তবে বিরোধীপক্ষের সমর্থন আদৌও আসবে কি না তা নিয়ে জল্পনা থেকেই যাচ্ছে ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 02, 2019 8:03 PM IST