জয় এসেছে, দেখতে পেলেন না করোনায় মৃত ট্রাম্প ব্রিগেডের প্রার্থী

Last Updated:

মৃত্যুকে এড়াতে পারেননি মার্কিন নির্বাচনের প্রার্থী ৫৫ বছর বয়সি ডেভিড আন্ধাল।

#নর্থ ডাকোটা: জয় এসে কড়া নাড়ছে তাঁর দুয়োরে। কিন্তু কোথায় তিনি। সুসময়ের ফসল ঘরে তোলার আগেই হানা দিয়েছে করোনা, মৃত্যুকে এড়াতে পারেননি মার্কিন নির্বাচনের প্রার্থী ৫৫ বছর বয়সি ডেভিড আন্ধাল।
রিপাবলিক শিবির থেকে নর্থ ডাকোটায় স্টেট লেজিসলেচার পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন ডেভিড আন্ধাল। বুধবার গোটা মার্কিন মুলুকে যখন একটু একটু করে জমি হারাচ্ছে, তখন নর্থ ডাকোটায় লড়াই দিয়েছিল ডেভিডের নামটাই। জয় হাসিল হয়ে গিয়েছিল ওই আসনে। কিন্তু এই শুভদিনটা দেখে যেতে পারলেন না ডেভিড। চোখে জল তাঁর অনুগামীদের।
ডেভিড অন্তত ৩৫ শতাংশ ভোট পেয়েছেন। প্রতিপক্ষ ডাগ বুরাগাম এই অঞ্চলে দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছেন। কিন্তু দেখা গেল, বিশ্লেষকদের রীতিমতো ভুল প্রমাণ করে জিতলেন ডেভিড। এই প্রদেশে ডেভিডের পাশাপাশি জিতেছেন রিপাবলিকান নেতা ডেভ নেইরিগ।
advertisement
advertisement
অবশ্য ডাকোটাবিজয় অক্সিজেন দিলেও মার্কিন নির্বাচনে পাল্লা ভারি বাইডেনের দিকেই। ইতিমধ্যেই ২৫৩টি আসন দখল করে ফেলেছে তাঁর দল। ধৈর্য্য ধরে শেষ পর্যন্ত অপেক্ষা করার পক্ষপাতি তিনি। ট্রাম্প যখন হিল্লিদিল্লি ছুটছেন, মিতবাক বাইডেন বলছেন-কেউ আটকাতে পারবে না।
বাংলা খবর/ খবর/বিদেশ/
জয় এসেছে, দেখতে পেলেন না করোনায় মৃত ট্রাম্প ব্রিগেডের প্রার্থী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement