সন্ত্রাস রুখতেই হবে, হাতেহাত রাজনাথ-হাসিনা
Last Updated:
বাংলাদেশের সঙ্গে যৌথ ভাবে সন্ত্রাসবাদ রোখার নানা নীতি নিয়ে আলোচনা হয়৷
#ঢাকা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের বাংলাদেশ সফরে বিশেষ গুরুত্ব পাচ্ছে সন্ত্রাসবাদ৷ শনিবার তিন সফরে বাংলাদেশ পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একাধিক বিষয় নিয়ে বৈঠক করেন রাজনাথ৷ বাংলাদেশের সঙ্গে যৌথ ভাবে সন্ত্রাসবাদ রোখার নানা নীতি নিয়ে আলোচনা হয়৷
হাসিনার সঙ্গে বৈঠকের পর রাজনাথ সিং ট্যুইট করে জানান, খুব ভালো বৈঠক হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে৷ দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা হয়েছে৷ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রাজনাথ সিং বলেছেন, 'সব দেশ যদি হাতে হাত মেলায়, তা হলে সন্ত্রাসবাদকে নির্মূল করা সম্ভব৷' হাসিনা জানান, অন্যান্য ইস্যুগুলিও আলোচনার মাধ্যমে সমাধান হবে৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হাসিনা আশ্বাস দেন, কোনও দেশে সন্ত্রাস চালানোর জন্য জঙ্গিদের বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না৷
advertisement
Location :
First Published :
July 14, 2018 6:21 PM IST