#কায়রো: দুই যাত্রীবাহী ট্রেনে মুখোমুখি সংঘর্ষ৷ দক্ষিণ মিশরে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৩২ জন৷ আহতের সংখ্যা এখনও পর্যন্ত ৬৬৷
জানা গিয়েছে শুক্রবার মিশরের দক্ষিণ প্রান্তের সোহাগ প্রদেশের তাহতা জেলায় এই দুর্ঘটনা ঘটে৷ রাজধানী কায়রো থেকে প্রায় ৪৬৫ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনার পর ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, দুর্ঘটনার অভিঘাতে দু'টি ট্রেনেরই একাধিক বগি উল্টে গিয়েছে৷
গত কয়েক বছরে মিশরে একাধিক রেল দুর্ঘটনা ঘটেছে৷ যার জন্য অপর্যাপ্ত পরিকাঠামো এবং রক্ষণাবেক্ষণের অভাবকেই দায়ী করা হচ্ছে৷ ২০০২ সালে দক্ষিণ কায়রো যাত্রী বোঝাই একটি ট্রেনে আগুন লেগে ৩৭৩ জনের মৃত্যু হয়৷ এর পর থেকে একাধিক রেল দুর্ঘটনার সাক্ষী থেকে মিশর৷ গত বছরও মার্চ মাসে কায়রোতে দু'টি ট্রেনের সংঘর্ষে ১৩ জন আহত হয়৷ যে দুর্ঘটনার পর দেশজুড়ে রেল পরিষেবাই সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়৷
একদিকে যখন রেল দুর্ঘটনায় বিপর্যস্ত দেশ, তখন অন্য দিকে মিশরের মধ্যে দিয়ে বয়ে চলা সুয়েজ খালে বিশালাকার একটি কন্টেনার বোঝাই জাহাজ আটকে গিয়ে আর এক বিপত্তি দেখা দিয়েছে৷ প্রায় চারটি ফুটবল মাঠের দৈর্ঘ্যের সমান লম্বা ওই জাহাজটি আড়াআড়ি ভাবে দাঁড়িয়ে থাকায় ওই ব্যস্ত জলপথ ব্যবহার করে অন্য কোনও জাহাজই যাতায়াত করতে পারছে না বলে খবর৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Egypt