Russia Sukhoi Fighter Jet: রাফালও যেন শিশু! আমেরিকাকে শিক্ষা দিতে রাশিয়া তৈরি করল ফিফথ্ জেনারেশন ফাইটার জেট! কিন্তু কিনতে আগ্রহী নয় ভারত?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Russia Sukhoi Fighter Jet: ‘ফিফথ্ জেনারেশন’ বা পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট তৈরি করছে রাশিয়া।
‘ফিফথ্ জেনারেশন’ বা পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট তৈরি করছে রাশিয়া। রাফালের দক্ষতাকেও নাকি টপকে যাবে রাশিয়ার নয়া ফাইটার জেট, সুখোই সু-৫৭ই (Sukhoi Su-57E)। আমেরিকার ফিফথ্ জেনারেশন ফাইটার জেটের প্রতিপক্ষ হিসেবে এই ফাইটার জেটকে বিশ্বের বাজারে আনতে চায় রাশিয়। বিশ্বের প্রতিরক্ষা বাজারে একটি শক্তিশালী প্রতিযোগী নিজেকে প্রতিষ্ঠা করতে চায় রাশিয়া।
সামরিক ক্ষেত্রে রাশিয়ার অন্যতম পার্টনার হল ভারত। ভারত, মালয়েশিয়া, আলজেরিয়ার মতো দেশগুলিকে প্রচুর অস্ত্রশস্ত্র বিক্রি করে রাশিয়া। তবে রাশিয়া ফিফথ্ জেনারেশনের ফাইটার জেট তৈরির পরেও খুব একটা আগ্রহ দেখাচ্ছে না ভারত-সহ অন্যান্য দেশগুলি। কিন্তু কেন?
advertisement
advertisement
এখনও রপ্তানিতে রয়ে গিয়েছে বড় সমস্যা। বিমানটি বাজারজাত করার প্রচেষ্টা সত্ত্বেও, ফাইটার জেটের সাফল্যের যাত্রা এখনও খানিকটা অনিশ্চিত রয়ে গিয়েছে।
রাষ্ট্রায়ত্ত অস্ত্র রপ্তানিকারক সংস্থা Rosoboronexport বেশ কিছুটা ধুমধাম করে ঘোষণা করেছিল যে বিমানটি ইভেন্টে প্রদর্শিত হবে। সেইমতো আন্তর্জাতিক সামুদ্রিক এবং মহাকাশ প্রদর্শনী (LIMA ২০২৫) মালয়েশিয়ায়, ল্যাংকাই আর্ন্তজাতিক সামুদ্রিক এবং মহাকাশ প্রদর্শনী (LIMA ২০২৫)তে প্রদর্শন করার কথা ছিল Sukhoi Su-57E। তবে এই প্রদর্শনীতে দেখা মেলেনি রাশিয়া নয়া ফাইটার জেটের।
advertisement
এই অনুপস্থিতি ফের তুলল একটি প্রশ্ন, রাশিয়ার অত্যাধুনিক ফাইটার জেট আদৌ প্রস্তুত কি প্রতিরক্ষার বাজারে আসার জন্য? নাকি এখনও এই জেটের ‘টেকঅফ’ করার সময় বাকি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 26, 2025 6:37 PM IST