‘যা করেছি বেশ করেছি’, স্বীকারোক্তি কান্দিল বালোচের খুনীর

Last Updated:

যা করেছি বেশ করেছি ৷’ নিজের দিদিকে খুনের পর এমনই অকপট স্বীকারোক্তি কান্দিল বালোচের ভাই ফজিয়া আজিম ৷

#মুলতান: ‘যা করেছি বেশ করেছি ৷’ নিজের দিদিকে  খুনের পর এমনই অকপট স্বীকারোক্তি কান্দিল বালোচের ভাই ফজিয়া আজিম ৷ কান্দিলের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে, বিতর্কিত পাকিস্তানি মডেল কান্দিল বালোচকে খুনের দায়ে তাঁর ভাইকে গ্রেফতার করল মুলতান পুলিশ ৷
শনিবার সকালে পাঞ্জাব প্রদেশের অন্তর্গত মুলতানে মডেলের নিজের বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ ৷ পুলিশ জানায়, বাড়ির ভেতরই কান্দিল বালোচকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ৷ পরে ময়নাতদন্তের রিপোর্টে প্রকাশ, ঘুমের ওষুধ এবং বিষাক্ত কিছু খাওয়ানোর পর গলা টিপে খুন করা হয়েছে ওই পাকিস্তানি মডেলকে ৷
কান্দিলকে খুনের কথা অবশ্য নিজ মুখেই স্বীকার করেছে আজিম এবং জানিয়েছেন পারিবারিক ‘সম্মান’ রক্ষার্থেই কান্দিলকে গলা টিপে খুন করেছে সে ৷
advertisement
advertisement
আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, কান্দিল সোস্যাল মিডিয়ায় তাঁর বোল্ড ছবি ও ভিডিও-এর জন্য বিখ্যাত ছিলেন ৷ এই কারণে ফেসবুকে তাঁর অনুরাগীর সংখ্যা কম ছিল না ৷ দিন তিনেক আগে কান্দিলের সঙ্গে আপত্তিকর ছবি পোস্ট করা নিয়ে ঝামেলা বাধে তাঁর ভাইয়ের ৷ শুক্রবার রাতে কান্দিলকে খুনের হুমকি দেন তাঁর ভাই ফজিয়া ৷
advertisement
13076750_831172023694218_8079572328565223794_n
পুলিশ জানিয়েছে, এর আগে বহুবার ফজিয়া, কান্দিলকে তাঁর পেশা নিয়ে সাবধান করেছেন এবং হুমকিও দিয়েছেন ৷ তাতেও কান্দিল তাঁর কথা মেনে না নেওয়ায় শনিবার সকালে দুই বন্ধুর সাহায্য নিয়ে কান্দিলকে গলা টিপে খুন করে ফজিয়া আজিম ৷
পাকিস্তানের প্রথম ভিক্টোরিয়া সিক্রেট মডেল কান্দিল বালোচ এর আগেও বহুবার খুনের হুমকি পেয়েছিলেন ৷ ফ্যাশানিস্তা কান্দিলের এক আত্মীয় জানিয়েছেন, ‘ওর ভাই অনেকদিন ধরেই ওকে মডেলিং ছাড়ার জন্য জোর করছিল। কিন্তু কান্দিল তা শোনেনি।’ গোঁড়া মুসলিম পরিবারের মেয়ের খোলামেলা পোশাক আর মডেলিংয়ের নেশা খোদ নিজের পরিবারের কাছেই চক্ষুশূল করে তুলেছিল কান্দিলকে ৷
advertisement
13082749_830665237078230_7703329496584939470_n
সমাজের গোঁড়ামির বিরুদ্ধে প্রতি মুহূর্তে বিদ্রোহ করে চলা মেয়েটি তাঁর সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেছিলেন, পিতৃতান্ত্রিক সমাজে ভাল বলার মতো কিছুই নেই ৷ সমস্তটাই ভীষণ খারাপ ৷
ভারতীয় টেস্ট টিমের অধিনায়ক বিরাট কোহলির অন্ধ অনুরাগী ছিলেন এই পাকিস্তানি মডেল ৷ ট্যুইটারে একাধিকবার বিরাটের প্রতি তাঁর ভালবাসা প্রকাশ করেছেন কান্দিল বালোচ ৷ এমনকী, এশিয়া কাপ ও  টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় কোহলির জন্য একাধিক বিতর্কিত পোস্ট করেন ৷ এর জন্য সোশ্যাল মিডিয়ায় তাঁকে পাকিস্তানি পুনম পাণ্ডে বলে আখ্যা দেওয়া হয় ৷
advertisement
২০১৪ সালে পাউট করা একটি ছবির জন্য প্রথম লাইম লাইটে আসেন কান্দিল বালোচ ৷ পেশার কারণে ক্রমাগত হুমকি পেতে থাকা কান্দিল নিরাপত্তার কারণে কিছুতেই তাঁর ঠিকানা প্রকাশ করতেন না ৷ কিন্তু এই গোপনীয়তা পাকিস্তানি এই মডেলকে তাঁর ভাইয়ের হাত থেকে বাঁচাতে পারেনি ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
‘যা করেছি বেশ করেছি’, স্বীকারোক্তি কান্দিল বালোচের খুনীর
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement