#PulwamaAttack: সন্ত্রাস নিয়ন্ত্রণে জইশের দফতর দখল পাক সরকারের

Last Updated:
#নয়াদিল্লি: পুলওয়ামা হামলার জের ৷ পঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরে জইশ ই মহম্মদের সদর দফতর দখল নিল পুলিশ ৷ এমনটাই দাবি করছে পাক প্রশাসন ৷
গত ১৪ ফেব্রুয়ারি ৷ পুলওয়ামাতে সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলা চালায় জইশ ই মহম্মদ জঙ্গি গোষ্ঠী ৷ এই হামলার জেরে ৪২ জন জওয়ান শহিদ হন ৷ এরপরই ভারতের পাশাপাশি গোটা বিশ্ব পাকিস্তানের বিরুদ্ধে চাপ বাড়ায় ৷ যার জেরেই চাপের মুখে এই পদক্ষেপ নিতে বাধ্য হল পাক সরকার ৷ এমনটাই মত বিশেষজ্ঞদের ৷
advertisement
পাক সরকারের তরফে ট্যুইট করে জানানো হয়েছে, ভাওয়ালপুরে মাদ্রাসাতুল সাবির এবং জামা-ই-মসজিদের দখল নিয়েছে পাক প্রশাসন ৷
advertisement
advertisement
সূত্রের খবর, জইশ ই মহম্মদের প্রধান কার্যালয় হিসেবেই মনে করা হয় এই দুই প্রতিষ্ঠানকে ৷ জইশ ই মহম্মদের এই ডেরাতে রয়েছে ৭০ জন শিক্ষক ৷ এই ডেরাতেই ৬০০ জন পড়ুয়াকে প্রশিক্ষণ দেওয়া হয় ৷
বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় সুরক্ষা কমিটির একটি জরুরি বৈঠক হয় ৷ পাক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে এই বৈঠক হয় ৷ সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে, জামাত-উদ-দাওয়া এবং ফালাহ-ই-ইনসিয়াত নামের দুটি জঙ্গি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করা হবে ৷ পাশাপাশি জইশ ই মহম্মদের সদর দফতর দখল করারও সিদ্ধান্ত নেওয়া হয় সেদিনের মিটিংয়েই ৷
advertisement
তবে, জইশ ই মহম্মদের প্রধান মাসুদ আজাহার ৷ সেক্ষেত্রে এই জঙ্গি সংগঠনকে চাপে রাখতে নাকি মাসুদ আজাহারকে সুরক্ষা দিতে এই জঙ্গি ঘাঁটিতে পুলিশ প্রহরার সিদ্ধান্ত নিল পাক প্রশাসন ৷ সেটি নিয়ে প্রশ্ন উঠছে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
#PulwamaAttack: সন্ত্রাস নিয়ন্ত্রণে জইশের দফতর দখল পাক সরকারের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement