আগামিকাল আন্তর্জাতিক আদালতে প্রাক্তন নৌসেনা কমান্ডার কুলভূষণ যাদব মামলার শুনানি
Last Updated:
#দ্য হেগ: পুলওয়ামা হামলার কারণে আবারও উত্তপ্ত ভারত-পাক সম্পর্ক । একদিকে এই ভয়াবহ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে পাক সরকার। রাজনৈতিক এই চাপানউতোরের মধ্যেই সোমাবার থেকে ফের আন্তর্জাতিক আদালতে (ICJ) শুরু হতে চলেছে কুলভূষণ যাদব মামলায় ভারত-পাক আইনি লড়াই।
২০১৭ সালের এপ্রিল মাসে গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে ভারতের প্রাক্তন নৌসেনা অফিসার কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল পাকিস্তান সেনা আদালত। এই নির্দেশের আন্তর্জাতিক আদালতে আবেদন জানিয়েছিল ভারত ও তারপরই পাক আদালতের এই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে আন্তর্জাতিক আদালতের ১০-বিচারপতির বেঞ্চ ।
আগামিকা, ১৮ ফেব্রুয়ারি ভারতের হয়ে সওয়াল করতে চলেছেন হরিশ সালভে । তার পর ইসলামাবাদের তরফের আইনজীবী খাওয়ার কুরেশির বক্তব্য শুনবে ICJ ।
advertisement
advertisement
ইসলামাবাদের অভিযোগ, বালুচিস্তানের জঙ্গিদের নাশকতায় মদত দিতে ইরান থেকে গোপনে পাকিস্তানে ঢুকেছিলেন ভারতীয় গুপ্তচরসংস্থা 'র'-এর এজেন্ট কুলভূষণ, সেই অভিযোগ খারিজ করে ভারত জানিয়েছিল অবসর নেওয়ার পর নিজের ব্যবসার প্রয়োজনে ইরানে গিয়েছিলেন কুলভূষণ ও সেই সময় পতাঁকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে যায় পাক জঙ্গিগোষ্ঠী। নয়াদিল্লির তরফে ইসলামাবাদের বিরুদ্ধে ভিয়েনা কনভেনশনে গৃহীত মানবাধিকার সংক্রান্ত প্রস্তাব অমান্যের অভিযোগ তোলা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 17, 2019 4:12 PM IST