Pakistan Crisis: ইমরান পরবর্তী প্রধানমন্ত্রী কে! পাক প্রেসিডেন্টের কাছে নাম পাঠাল শাসক দল পিটিআই

Last Updated:

Pakistan Crisis: যদি যৌথ বিরোধী শক্তি আগামী সাত দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা না করে, তা হলে পাঠানো তালিকায় থাকা প্রথম ব্যক্তিকেই নতুন করে কেয়ারটেকার প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে।

ইমরান খানের ফাইল ছবি।
ইমরান খানের ফাইল ছবি।
#ইসলামাবাদ: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সরিয়ে দিয়ে তাঁর জায়গায় কেয়ারটেকার প্রধানমন্ত্রীকে দায়িত্ব নেওয়ার কথা বলেছে পাকিস্তানের (Pakistan Crisis) শাসক দল পিটিআই। আর সেই পরিকল্পনা মাফিক দুজনের নাম পাকিস্তানের প্রেসিডেন্ট আরিভ আলভির কাছে পাঠিয়ে দিল দল। সোমবার এ কথা জানিয়েছেন পাক মন্ত্রিসভার সদস্য ফাওয়াদ চৌধুরি। তিনি বলেছেন, যদি যৌথ বিরোধী শক্তি আগামী সাত দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা না করে, তা হলে পাঠানো তালিকায় থাকা প্রথম ব্যক্তিকেই নতুন করে কেয়ারটেকার প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে।
অন্য দিকে পাকিস্তানের (Pakistan Crisis) সুপ্রিম কোর্টে এই গোটা প্রক্রিয়া নিয়ে শুরু হয়েছে শুনানি। পাক সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দুটি ইস্যুতে মামলা শোনা হচ্ছে, একটি সংসদের স্পিকারের আস্থাভোট করতে না দেওয়া ও অন্যটি পাক প্রেসিডেন্টের সংসদের অধিবেশ মুলতুবি করে দেওয়ার নির্দেশ। পাকিস্তানের প্রধান বিচারপতি উমর বানিদাল রবিবার জানিয়েছেন, কোনও প্রদেশ প্রশাসক বা সরকারি সংস্থাকে আলাদা করে নিজেদের রক্ষার তাগিদে কোনও ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই। তবে সাধারণ জীবনে যাতে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে, সে দিকেও নজর রাখতে বলা হয়েছে।
advertisement
advertisement
আস্থা ভোটের গেরো কাটিয়ে আগে ভাগেই নির্বাচন ঘোষণা করে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী (Pakistan Crisis) ইমরান খান। আর তা নিয়ে কার্যত চমকে গিয়েছে বিশ্ব। রবিবারের পরেই আস্থা ভোটে পরাজয়ের মুখে পড়া কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল ইমরানের। কিন্তু সুকৌশলে সেই ধাক্কা এড়িয়ে গিয়েছেন। যদিও তা নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সোমবার শুরু হয়েছে সেই মামলার শুনানি। তবে অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এর পিছনেও চিনের ভূমিকা থাকতে পারে। চিনের থেকে বিপুল মাত্রায় ঋণ গ্রহণ করার পর কার্যত বেজিংয়ের ঋণের জালে আটকে পড়েছে গোটা পাকিস্তানই। সেই কারণেই ইমরানের সরে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।
advertisement
পাকিস্তানের (Pakistan Crisis) সংসদের বিরোধী দলনেতা অবশ্য বলছেন, সংবিধান ভেঙেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর নির্দেশেই সংসদের স্পিকার আস্থা ভোট করতে দেননি। যা এককথায় অসাংবিধানিক বলে দাবি তাঁর। শাসক দল পিটিআই-এর পক্ষ থেকে কেয়ারটেকার সরকারের প্রধানমন্ত্রীর মুখ হিসাবে যে নামগুলি পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছেন হারুণ আসলাম ও বিচারপতি সৈয়দ আসলামের মতো মানুষেরা। এখন দেখার, এই কঠিন পরিস্থিতিতে কে প্রশাসনের দায়িত্ব সামলান।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan Crisis: ইমরান পরবর্তী প্রধানমন্ত্রী কে! পাক প্রেসিডেন্টের কাছে নাম পাঠাল শাসক দল পিটিআই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement