#ঢাকা: সরস্বতী পুজোর দিনই কর্পোরেশন ভোট। ভোট পিছনোর দাবিতে ঢাকার রাজপথে নামলেন পড়ুয়ারা। ফের উত্তপ্ত শাহবাগ।
আগামী ৩০ জানুয়ারি ঢাকা সাউথ ও নর্থ সিটি কর্পোরেশনের ভোট সেদিনই সরস্বতী পুজো ৷ অভিযোগ অনেক শিক্ষা প্রতিষ্ঠানকেই ভোটের কাজে লাগানো হচ্ছে। ফলে সেখানে এবার সরস্বতী পুজো করা যাচ্ছে না।
এরই প্রতিবাদে, বাংলাদেশের রাজধানীর রাজপথে পড়ুয়ারা। জল গড়িয়েছে আদালতেও। মঙ্গলবার হাইকোর্ট, ভোট পিছনোর আরজি খারিজ করে দেয়। এতে ফের উত্তপ্ত ঢাকা। পথে পথে মিছিল। শাহবাগে জমায়েত।
হিন্দু-মুসলিম সবাই মিলে প্রতিবাদ। একটাই দাবি। ভোট পড়ে। পুজোর দিন হোক বিদ্যার দেবীর আরাধনা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dhaka, Saraswati Puja