হোম /খবর /বিদেশ /
ট্রেনের কেবিনে ছাত্রীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় ধরা পড়লেন শিক্ষক !

ট্রেনের কেবিনে ছাত্রীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় ধরা পড়লেন শিক্ষক ! আটক করে চলল হেনস্থা

Representational Image

Representational Image

অত্যন্ত ‘আপত্তিকর’ অবস্থায় তাদের আটক করা হয়েছে বলেই দাবি ৷

  • Last Updated :
  • Share this:

#ঢাকা: ট্রেনের কেবিনের মধ্যে আপত্তিকর অবস্থায় ধরা পড়লেন এক অধ্যক্ষ ও ছাত্রী ৷ ঘটনাটি ঘটেছে বাংলাদেশের জামালপুরের আন্তনর তিস্তা এক্সপ্রেসে ৷

অত্যন্ত ‘আপত্তিকর’ অবস্থায় তাদের আটক করা হয়েছে বলেই দাবি ৷ যদিও ধৃত প্রফেসর এবং ছাত্রী দু’জনেরই দাবি, তাদের মিথ্যা ফাঁসানো হচ্ছে ৷ এমন কোনও ঘটনাই ঘটেনি ট্রেনের মধ্যে ৷ ট্রেন ছাড়ার পাঁচ-সাত মিনিটের মধ্যেই তাদের আটক করা হয় ৷

বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর খবর অনুযায়ী, ট্রেন থেকে আটক করার পর তাদের প্রথমে দেওয়ানগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পরে বিকেল চারটের দিকে জামালপুর রেলওয়ে থানায় আনা হয়। ছাত্রী অবশ্য জানিয়েছেন, ওই অধ্যক্ষ তার শিক্ষক ৷ তাদের মধ্যে অন্য কোনও সম্পর্ক নেই ৷ ট্রেনে দেখা হয়ে যাওয়াতে তারা একসঙ্গে যাচ্ছিলেন ৷ আর এত কম সময়ের মধ্যে কোনও কিছু করা কারোর পক্ষেই সম্ভব নয় ৷ তাদের মিথ্যা ফাঁসানো হচ্ছে ৷ তবে প্রশ্নটা উঠছে, কী এমন শত্রুতা তাদের সঙ্গে কারোর রয়েছে, যে শেষপর্যন্ত এত বড় অপবাদ দেওয়া হল ?

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Teacher-Student