Prince William and Harry: ৬০ তম জন্মদিনে লেডি ডায়ানার মূর্তি উদ্বোধন করলেন প্রিন্স উইলিয়াম ও হ্যারি

Last Updated:

সব ব্যবধান সরিয়ে রেখে আবার পাশাপাশি প্রিন্স উইলিয়াম (Prince William) ও প্রিন্স হ্যারি (Prince Harry) ৷ বৃহস্পতিবার লেডি ডায়ানার (Lady Diana) ৬০ তম জন্মদিন উপলক্ষে তাঁর নতুন মূর্তি উদ্বোধন করা হল ৷

লন্ডন : সব ব্যবধান সরিয়ে রেখে আবার পাশাপাশি প্রিন্স উইলিয়াম (Prince William)  ও প্রিন্স হ্যারি (Prince Harry) ৷ বৃহস্পতিবার লেডি ডায়ানার (Lady Diana) ৬০ তম জন্মদিন উপলক্ষে তাঁর নতুন মূর্তি উদ্বোধন করা হল ৷ সেই অনুষ্ঠানেই একসঙ্গে উপস্থিত ছিলেন ব্রিটিশ রাজপরিবারের দুই ভাই ৷ এদিন লন্ডনের কেনসিংটন প্রাসাদের বাগানে ডায়ানার মূর্তি উদ্বোধন করা হয় ৷
এক যৌথ বিবৃতিতে উইলিয়াম ও হ্যারি জানিয়েছেন, ‘‘আজ, মায়ের ৬০ তম জন্মদিনে আমরা তাঁর ভালবাসা, শক্তি ও ব্যক্তিত্বকে স্মরণ করছি ৷ এই গুণগুলিই তাঁকে বিশ্ব জুড়ে কল্যাণমূলক কাজের জন্য শক্তি হিসেবে তৈরি করেছিল ৷ অসংখ্য জীবন তাঁর জন্য সুপরিবর্তনের দিকে এগিয়ে গিয়েছিল ৷ প্রতিদিন আমরা ভাবি তিনি যদি এখনও আমাদের সঙ্গে থাকতেন ! আমাদের আশা, এই মূর্তি তাঁর জীবন ও ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত হবে৷’’
advertisement
আমেরিকান অভিনেত্রী মেগান মার্কলকে হ্যারি বিয়ে করার পর দু’ ভাইয়ের মাঝে ব্যবধান ক্রমেই বেড়েছে ৷ সেই পরিস্থিতিতে উইলিয়াম ও হ্যারির যৌথ উপস্থিতি ও বিবৃতি অনেক ক্ষেত্রেই তাৎপর্যপূর্ণ ৷ তাঁদের শেষ বার একসঙ্গে দেখা গিয়েছিল এপ্রিলে, ঠাকুরদা প্রিন্স ফিলিপের অন্ত্যেষ্টিতে ৷ দুই ভাইয়ের এই যৌথ উপস্থিতি হয়তো বরফ গলার ইঙ্গিত দিতে পারে, মত বিভিন্ন মহলের ৷
advertisement
advertisement
করোনা পরিস্থিতিতে বৃহস্পতিবার ডায়ানার মূর্তি উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কয়েক জন মাত্র উপস্থিত ছিলেন ৷ তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ডায়ানার ভাই চার্লস স্পেনসার এবং তাঁর দুই বোন সারা ও জেন ৷
গাঢ় রঙের স্যুট পরা উইলিয়াম ও হ্যারিকে হাসিমুখে সকলের সঙ্গে হেসে কথা বলতে দেখা গিয়েছে ৷ অভ্যাগতদের মধ্যে ছিলেন ভাস্কর ইয়ান ব্রডলে এবং কেনসিংটন প্রাসাদের বাগানের পরিকল্পক পিপ মরিসন ৷ কেনসিংটন প্রাসাদের এই বাগান সাজানো হয়েছে চার হাজারের বেশি ফুলের গাছে ৷ তার মাঝে বাগান আলো করে ফুটে থাকে লেডি ডায়ানার প্রিয়তম ‘ফরগেট মি নট’-রাও ৷
advertisement
সবকিছু ফেলে রেখে ডায়ানা চলে গিয়েছেন অনেক দূর ৷ ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর ৷ আজও তিনি সকলের কাছে চিরতরুণী ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Prince William and Harry: ৬০ তম জন্মদিনে লেডি ডায়ানার মূর্তি উদ্বোধন করলেন প্রিন্স উইলিয়াম ও হ্যারি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement