Prince William's 'Affair' Rumors: গুঞ্জন জোরদার! পরকীয়ায় জড়িয়েছেন যুবরাজ উইলিয়াম? ক্রমশ জটিল হচ্ছে যুবরানি কেটের ‘অন্তর্ধান’ রহস্য
- Published by:Rachana Majumder
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Prince William's 'Affair' Rumors: কিন্তু কে এই সারাহ রোজ হ্যানবারি? আসলে সারাহর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন কেটের স্বামী তথা ব্রিটেনের যুবরাজ উইলিয়াম।
ব্রিটেন: ব্রিটেনের যুবরানি কেট মিডলটনকে কেন্দ্র করে ক্রমশই দানা বাঁধছে রহস্য। বেশ কিছু সময় ধরে জনসমক্ষে দেখা যাচ্ছে না কেটকে। অথচ দিন কয়েক আগেই তিন সন্তানের সঙ্গে কেটের একটি এডিটেড ছবি যথেষ্ট বিতর্ক তৈরি করেছিল। ফলে আরও জোরালো হয় রহস্য! সকলেই এখানে অবশ্য ব্রিটিশ রাজপরিবারের অন্দরে ফের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন! তবে এর মাঝেই আবার এই গল্পে যেন আচমকা উপস্থিত হয়েছেন সারাহ রোজ হ্যানবারি! যা কেটের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগের আগুনে আরও ঘি ঢেলে দিয়েছে!
কিন্তু কে এই সারাহ রোজ হ্যানবারি? আসলে সারাহর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন কেটের স্বামী তথা ব্রিটেনের যুবরাজ উইলিয়াম। আপাতত এই গুঞ্জনেই সরগরম ব্রিটেন। লেডি সারাহ রোজ হ্যানবারির সঙ্গে ব্রিটিশ রাজপরিবারের গভীর যোগাযোগ। এমনকী যুবরাজ উইলিয়াম এবং যুবরানী কেটের বাসভবন অ্যানমার হল থেকে ঢিলছোঁড়া দূরত্বেই বাস সারাহর! বলা ভাল, উইলিয়াম-কেটের ঘনিষ্ঠ বন্ধুবৃত্তের মধ্যেই রয়েছেন তিনি!
advertisement
সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, ব্রিটেনের যুবরাজ উইলিয়াম এবং সারাহর সম্পর্কে জড়ানোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আসলে সম্প্রতি কমেডিয়ান স্টিফেন কোলবার্ট এক গভীর রাতের শোয়ে এটা নিয়ে মস্করা করেছিলেন। তারপরেই সেই জল্পনা আরও তীব্র হয়।
advertisement
‘দ্য লেট শো’-এ মঙ্গলবারের এপিসোডে যুবরাজ উইলিয়াম এবং যুবরানি কেট মিডলটনের প্রতি উদ্বেগ প্রকাশ করে প্রতারণার তত্ত্বের বিষয়টা তুলে ধরেন কোলবার্ট। তিনি বলেন, “আমরা গতকাল এই শোয়ের বিষয়ে কথা বলছিলাম। আর কেট মিডলটনের আচমকা অন্তর্ধানের জল্পনা ছড়িয়ে পড়েছে। এখন ইন্টারনেট হয়তো অনুমান করতে পারছে যে, কেট মিডলটন অন্তর্ধানের সঙ্গে তাঁর স্বামীর যোগ রয়েছে। ইংল্যান্ডের ভবিষ্যৎ রাজা উইলিয়াম একটি সম্পর্কে জড়িয়েছেন।”
advertisement
কোলবার্ট আরও বলেন, “আমার মনে হয়, সকলেই জানেন যে, অভিযুক্ত ওই মহিলা কে — আমার সঙ্গে বলুন — দ্য মার্চিওনেস অফ চোমন্ডলি… ২০১৯ সাল থেকে উইলিয়াম এবং হ্যানবারির প্রেমের সম্পর্ক বলে এখন গুঞ্জন তৈরি হয়েছে। সেই সময়কার ট্যাবলয়েড থেকে জানা গিয়েছিল, এই বিষয়ে কেট যখন উইলিয়ামকে জিজ্ঞাসা করেছিলেন, তখন তিনি সেটা হেসে উড়িয়ে দিয়েছিলেন। ‘হাহা’ (হেসে) বউ যখন আপনার বিরুদ্ধে ঠকানোর অভিযোগ আনবেন, তখন এটা কিন্তু সবসময়কার ভাল জবাব।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 15, 2024 5:14 PM IST