Prince Harry and Megan Markle: নিউ ইয়র্কে ভারতীয় বংশোদ্ভূত ট্যাক্সিচালকের গাড়িতে বসে রক্ষা পেলেন প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান, জানুন রোমাঞ্চকর ঘটনা

Last Updated:

Prince Harry and Megan Markle: ডিউক এবং ডাচেস অব সাসেক্স আতঙ্কিত হয়ে পড়লেও তাঁদের নিরাপত্তা বিঘ্নিত হয়নি বলেই দাবি সুখচরণের

ডিউক এবং ডাচেস অব সাসেক্স আতঙ্কিত হয়ে পড়লেও তাঁদের নিরাপত্তা বিঘ্নিত হয়নি বলেই দাবি সুখচরণের
ডিউক এবং ডাচেস অব সাসেক্স আতঙ্কিত হয়ে পড়লেও তাঁদের নিরাপত্তা বিঘ্নিত হয়নি বলেই দাবি সুখচরণের
নিউ ইয়র্ক : ছবিশিকারিদের হাত থেকে নিউ ইয়র্কে প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কলকে বাঁচালেন ভারতীয় বংশোদ্ভূত ট্যাক্সিচালক। সংক্ষিপ্ত হলেও সেই যাত্রার কথা স্মরণীয় হয়ে আছে চালকের মনে। জানিয়েছন রাজ দম্পতি বেশ নার্ভাস ছিলেন। মঙ্গলবার নিউইয়র্কের মিডটাউন ম্যানহাটন এলাকার রাজপথে পাপারাজ্জিদের কবলে পড়েন সস্ত্রীক রাজকুমার হ্যারি। সঙ্গে ছিলেন মেগানের মা-ও। একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তাঁরা। তাঁদের ছবি তোলার জন্য রীতিমতো গাড়ির সারি তাড়া করতে থাকে। ছবিশিকারিদের হাত থেকে বাঁচতে ভারতীয় ট্যাক্সিচালক সুখচরণ সিংয়ের গাড়িতে সওয়ার হন তাঁরা। তার পরেও বন্ধ হয়নি পাপারাজ্জিদের দৌড়। সুখচরণের গাড়ির পিছনে আসতে থাকে গাড়ির স্রোত।
এই ঘটনায় ডিউক এবং ডাচেস অব সাসেক্স আতঙ্কিত হয়ে পড়লেও তাঁদের নিরাপত্তা বিঘ্নিত হয়নি বলেই দাবি সুখচরণের। তাছাড়া এই ট্যাক্সিচালকের মতে নিউইয়র্ক অন্যতম নিরাপদ শহর। শহরের বিভিন্ন প্রান্তে মোতায়েন আছেন পুলিশকর্মীরা। কর্মরত থানাগুলিও সক্রিয়। তাই ওই শহরে প্রিন্স হ্যারি ও মেগান মার্কল নিরাপদ বলেই মন্তব্য সুখচরণের। প্রসঙ্গত এই শহরে ‘উইমেন অব ভিশন অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে প্রিন্স হ্যারি, মেগান মার্কল ও তাঁর মায়ের উপস্থিতির ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
advertisement
advertisement
তবে পাপারাজ্জিদের আক্রমণে ভীত ও উদ্বিগ্ন হওয়ার প্রাসঙ্গিকতাও আছে প্রিন্স হ্যারি ও মেগান মার্কলের ক্ষেত্রে। কারণ এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে ২৬ বছর আগে লেডি ডায়ানার মৃত্যুপর্ব। ১৯৯৭ সালের ৩১ অগাস্ট প্যারিসের পঁ দ্য লালমা টানেলে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা ও তাঁর বিশেষ বন্ধু ডোডি আলফায়েদ। পাপারাজ্জিদের হাত থেকে বাঁচতে রুদ্ধশ্বাসে ছুটছিল তাঁদের মার্সিডিজ বেঞ্জ। দুর্ঘটনার অভিঘাতে নিহত হন গাড়ির চালক অঁরি পল-ও।
advertisement
নিউইয়র্কের পথে পাপারাজ্জিদের তাড়া সত্ত্বেও প্রিন্স হ্যারি ও মেগান মার্কল নিরাপদে আছেন জেনে স্বস্তি পেয়েছেন তাঁদের অনুরাগীরা।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Prince Harry and Megan Markle: নিউ ইয়র্কে ভারতীয় বংশোদ্ভূত ট্যাক্সিচালকের গাড়িতে বসে রক্ষা পেলেন প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান, জানুন রোমাঞ্চকর ঘটনা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement