চরম বিপদেও শান্ত থাকেন, মোদির প্রশংসায় Man Vs Wild-এর বেয়ার গ্রিলস

Last Updated:

আগামী ১২ অগাস্ট রাত ৯টায় Man Vs. Wild-এর বিশেষ এপিসোডে দেখা যাবে বেয়ার গ্রিলসের সঙ্গে অ্যাডভেঞ্চারে বেরিয়েছেন মোদি৷ শ্যুটিংয়ের ফাঁকেই গ্রিলের সঙ্গে বেশ দোস্তি হয়ে যায় মোদির৷

#নয়াদিল্লি: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পর এ বার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রাষ্ট্রনেতা নরেন্দ্র মোদি কতটা অ্যাডভেঞ্চারে দক্ষ, তা জানাতে গিয়ে মোদির প্রশংসায় পঞ্চমুখ Man Vs Wild-এর সঞ্চালক বেয়ার গ্রিলস৷ বললেন, 'চরম বিপদের সময়েও শান্ত থাকেন প্রধানমন্ত্রী মোদি৷'
আগামী ১২ অগাস্ট রাত ৯টায় Man Vs. Wild-এর বিশেষ এপিসোডে দেখা যাবে বেয়ার গ্রিলসের সঙ্গে অ্যাডভেঞ্চারে বেরিয়েছেন মোদি৷ শ্যুটিংয়ের ফাঁকেই গ্রিলের সঙ্গে বেশ দোস্তি হয়ে যায় মোদির৷ বেয়ারের কথায়, 'আপনারা প্রায়ই প্রধানমন্ত্রী মোদিকে বক্তার ভূমিকায় মঞ্চে দেখেন৷ প্রকৃতি কিন্তু সবারই কঠিন পরীক্ষা নেয়৷ আপনি কত বড় নেতা, তাতে প্রকৃতির কিছু যায় আসে না৷ প্রকৃতির পরীক্ষায় পাস করলেই বোঝা যাবে আপনি কত সাহসী৷ সেই পরীক্ষায় সসম্মানে পাস করেছেন মোদি৷ অত্যন্ত বিপদের সময়েও শান্ত থাকেন তিনি৷'
advertisement
বেয়ার বলছেন, 'আমি শুটিংয়ের শুরুতে ওঁকে বলেছিলাম, আপনাকে নিয়ে কাজ করছি বলে আপনাকে সব বিপদ থেকে রক্ষা করা আমার কর্তব্য। বন্য পশুর আক্রমণই হোক বা বিপদসংকুল পথঘাট, নদী-পাহাড়। আপনার নিরাপত্তার দায়িত্ব আমার। উনি আমার কথায় খুব ভরসা পেলেন। গোটা সময়টা উনি আমার কথা শুনেই কাজ করেছেন। দেহরক্ষীদেরও গুরুত্ব দেননি।'
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
চরম বিপদেও শান্ত থাকেন, মোদির প্রশংসায় Man Vs Wild-এর বেয়ার গ্রিলস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement