Modi-Trump Meeting: 'ভারত-পাকিস্তান নিজেরাই কাশ্মীর সমস্যা মেটাবে,' মধ্যস্থতা থেকে সরলেন ট্রাম্প
Last Updated:
কাশ্মীর ইস্যু থেকে মুখ ফিরিয়ে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ জানিয়ে দিলেন, কাশ্মীর ইস্যু ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক৷ ভারত ও পাকিস্তান নিজেরাই আলোচনা করে সমস্যা সমাধান করতে পারবে৷
#প্যারিস: কাশ্মীর ইস্যু থেকে মুখ ফিরিয়ে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ জানিয়ে দিলেন, কাশ্মীর ইস্যু ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক৷ ভারত ও পাকিস্তান নিজেরাই আলোচনা করে সমস্যা সমাধান করতে পারবে৷ ফ্রান্সে G7 সামিটের ফাঁকে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আলাদা বৈঠক হয়৷ ভারত-মার্কিন বাণিজ্যিক সম্পর্ক ছাড়াও মূলত কাশ্মীর নিয়ে কথা হয় দুই রাষ্ট্রপ্রধানের৷
#WATCH: US President Donald Trump during bilateral meet with PM Modi at #G7Summit says,"We spoke last night about Kashmir, Prime Minister really feels he has it under control. They speak with Pakistan and I'm sure that they will be able to do something that will be very good." pic.twitter.com/FhydcW4uK1
— ANI (@ANI) August 26, 2019
advertisement
ট্রাম্পের এই বক্তব্যকে ভারতের জয় হিসেবেই দেখছে বিশেষজ্ঞ মহল৷ কারণ, কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ ও জম্মু-কাশ্মীরকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার পর ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করছে পাকিস্তান৷ এ হেন পরিস্থিতিতে, পাকিস্তানের চেষ্টায় কার্যত জল ঢাললেন ট্রাম্প৷
advertisement
#WATCH Immediate Playout: Bilateral meeting between PM Modi & US Pres Trump at #G7Summit https://t.co/zW5W8wKqLh
— ANI (@ANI) August 26, 2019
advertisement
কাশ্মীর প্রসঙ্গে ট্রাম্পের পাশে বসে মোদি বললেন, 'ভারত ও পাকিস্তানের একাধিক দ্বিপাক্ষিক ইস্যু রয়েছে৷ পাকিস্তানে নির্বাচনের পরে আমি ইমরান খানকে ফোন করেছিলাম৷ বলেছিলাম, আমাদের দুই দেশকেই দারিদ্র, স্বাস্থ্য সমস্যা, শিক্ষা-সহ নানা সমস্যার বিরুদ্ধে লড়াই করতে হয়৷ আমরা দুই দেশ একসঙ্গে মিলে এই সমস্যাগুলির বিরুদ্ধে লড়াই করব৷ কাশ্মীর দ্বিপাক্ষিক সমস্যা৷ পাকিস্তানের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে৷ যেহেতু কাশ্মীর দ্বিপাক্ষিক ইস্যু, তাি আমরা আর অন্য কোনও দেশকে বিরক্ত করতে চাই না৷'
advertisement
ট্রাম্প বলেন, 'কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে৷ আমি নিশ্চিত, ভারত ও পাকিস্তান নিজেরাই সমস্যা মিটিয়ে ফেলবে৷ মোদি কথা বলবেন পাকিস্তানের সঙ্গে৷ উনি কিছু একটা ভালোই করবেন৷'
আরও ভিডিও: থমথমে কাশ্মীর, নতুন করে জঙ্গি হামলার আশঙ্কা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 26, 2019 5:01 PM IST