PM Narendra Modi in UN General Assembly: রাষ্ট্রসংঘের সভায় প্রধানমন্ত্রীর মুখে রবীন্দ্র-কবিতা, নাম না করে পাকিস্তানকে দিলেন বার্তা!

Last Updated:

রাষ্ট্রসংঘের সাধারণ সভায় (United Nations General Assembly) বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। (PM Narendra Modi in UN General Assembly)

রাষ্ট্রসংঘের সভায় নরেন্দ্র মোদি।
রাষ্ট্রসংঘের সভায় নরেন্দ্র মোদি।
#নিউইয়র্ক: রাষ্ট্রসংঘের সাধারণ সভায় (United Nations General Assembly) বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। গোটা দুনিয়া দেড় বছর ধরে করোনাভাইরাসের অতিমারির সঙ্গে লড়াই করছে। এদিনের ভাষণে সেই প্রসঙ্গে টেনে এনে করোনায় মৃতদের শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi in UN General Assembly)। তিনি বলেন, 'এমন অতিমারি গত ১০০ বছরে আসেনি।' নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সভায় গোটা দুনিয়াকে ভারতে এসে করোনাভাইরাসের টিকা তৈরির আহ্বান জানান প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, 'আসুন ভারতে টিকা তৈরি করুন। গোটা বিশ্বে ভারত ডিএনএ টিকা তৈরি করেছে প্রথম। আরএনএ টিকাও প্রায় তৈরি শেষ'।
বৈচিত্র আমাদের দেশের বৈশিষ্ট্য। বহু ভাষাভািষ, বিবিধ সংস্কৃতির পীঠস্থান ভারত। এদিন সেই দেশেরই প্রতিনিধিত্ব করতে এসেছি বলে বক্তব্য রাখেন মোদি (PM Narendra Modi in UN General Assembly)। তাঁর কথায়, 'আমি গণতন্ত্রের মহান পীঠস্থানের প্রতিনিধিত্ব করছি। আমরা দেশের ৬ লক্ষের বেশি গ্রামে ড্রোনের মাধ্যমে ডিজিটাল ম্যাপিং করছি। গৃহহীনদের জন্য ৩ কোটি পাকা ঘর তৈরি হয়েছে। ৪৩ কোটি মানুষের অ্যাকাউন্ট করা হয়েছে। ভারতীয়ের উন্নয়ন হলে পৃথিবীরও উন্নয়ন হবে। ৩৬ কোটির বেশি মানুষকে বিমার আওতায় আনা হয়েছে। উন্নয়নের পথে দ্রুত এগিয়ে চলেছে ভারত।'
advertisement
advertisement
এদিন পাকিস্তানকে নাম না করেই সন্ত্রাসবাদ প্রসঙ্গে বার্তা দেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi in UN General Assembly)। তিনি বলেন, 'যে দেশ সন্ত্রাসবাদকে ব্যবহার করছে তাদের কাছেও সন্ত্রাসবাদীরা বিপজ্জনক। আফগানিস্তানকে যেন সন্ত্রাসবাদীরা ব্যবহার না করতে পারে। আফগানিস্তানের পরিস্থিতির সুযোগ যেন কেউ না নিতে পারে। এ জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে।'
advertisement
নিজের বক্তব্য শেষ করার আগে, রবীন্দ্রনাথ ঠাকুরের 'শুভ কর্মপথে করো নির্ভয় গান' কবিতাটি বাংলায় আবৃত্তি করেন প্রধানমন্ত্রী মোদি। এর পর নিজেই সেটির হিন্দি তর্জমা করে দেন। তিনি বলেন, 'গোটা বিশ্বকে সুরক্ষিত ও সুন্দর করে তোলাই আমাদের সকলের লক্ষ্য, আমি এটাই বিশ্বাস করি।' বুধবার তিন দিনের সফরে আমেরিকায় পৌঁছন প্রধানমন্ত্রী। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক করেছেন। এর পাশাপাশি আলোচনাপর্ব সেরেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও জাপানের প্রধানমন্ত্রী জশিডি সুগার সঙ্গে। ওয়াশিংটনে যোগ দেন কোয়াড সম্মেলনেও। এছাড়া ভারতে বিনিয়োগের লক্ষ্যে পাঁচ বিশ্বমানের সংস্থার সিইও-র সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
PM Narendra Modi in UN General Assembly: রাষ্ট্রসংঘের সভায় প্রধানমন্ত্রীর মুখে রবীন্দ্র-কবিতা, নাম না করে পাকিস্তানকে দিলেন বার্তা!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement