#নিউজিল্যান্ড: সন্তান জন্ম দিতে খোদ মা সাইলেক চালিয়ে ভর্তি হতে গেলেন হাসপাতালে ! শুনে চমকে উঠলেন তো? সেটাই স্বাভাবিক!
আজব-গজব ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডে। আর যিনি এই কাজটা করেছেন, তিনি ওই দেশের নারী কল্যাণমন্ত্রী তথা সহকারি পরিবহনমন্ত্রী জুলি অ্যানি জেন্টর ! জুলির এহেন পদক্ষেপে গোটা দেশে সাড়া পড়ে গিয়েছে!
প্রায় ১ কিলোমিটার সাইকেল চালিয়ে জুলি পৌঁছান অকল্যান্ড সিটি হাসপাতালে। তারপর, নিজেই সোশ্যাল মিডিয়ায় ঘটনাটির কথা শেয়ার করেন। আর মুহূর্তের মধ্যেই তা ভাইরাল ! কিন্তু সবার মনে একটাই প্রশ্ন... হঠাৎ কেন এমনটা করলেন? সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই কৌতূহলের সমাধান করলেন জুলি। জানালেন, '' বেশ রোমাঞ্চকর মনে হয়েছে বলেই এভাবে হাসপাতালে এসেছি !''
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Goes to hospital, New Zealand, Pregnant Woman, Riding cycle