ঢাকা: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির সম্প্রতি একটি ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড় হয় সব জায়গাই ৷ তাঁকে শারীরিকভাবে নির্যাতন, ধর্ষণ ও খুনের চেষ্টাও করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ করেছিলেন পরীমণি ৷ শুধু ফেসবুক পোস্টই নয়, পরে সাংবাদিক সম্মেলন করে অভিনেত্রী তাঁর উপর অত্যাচারের বিবরণ দিয়েছিলেন ৷ এমনকি ঘটনার ৫ দিন পরেও তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছিলেন পরী। রবিবার রাতে ফেসবুকে পোস্ট করে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এর বিচার চেয়েছেন পরীমণি।
অভিনেত্রীর অভিযোগ পেয়েই আরও তৎপর হয় পুলিশ ৷ অভিযুক্ত নাসির উদ্দিন নামে এক ব্যবসায়ীকে তাঁর উত্তরার বাড়ি থেকে আটক করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন-অর-রশিদ। বাকিদেরও একই স্থান থেকে আটক করা হয়। ওই ব্যবসায়ীর বাড়ি থেকে মাদক উদ্ধারও করা হয় বলে জানাচ্ছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরও করেছেন পরীমণি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pori Moni